Bangla24x7 Desk : ছাদ বেয়ে চুঁইয়ে পড়ছে জল! বালতি পাতা মেঝেতে! প্রধানমন্ত্রীর সাধের নতুন সংসদ ভবনের এ কি অবস্থা ? রাষ্ট্রপতি যে পথ ধরে সংসদ ভবনে আসেন, সেখানে জল জমেছে। সংসদ ভবনের ভিতরেও একাধিক জায়গায় ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছে। বালতি পেতে রাখা হয়েছে জল ধরতে। মোদি জমানায় তৈরি হওয়া নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ছে! সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এমনটাই দাবি করল কংগ্রেস। উদ্বোধন হওয়ার পর এক বছরও কাটেনি। এর মধ্যেই বর্ষণের চাপ সইতে পারল না নতুন সংসদ ভবন!  রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন, বলছেন, “নতুন মোদি সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। এমনকী জনতার রায়ও লিক।”

১২০০ কোটি খরচ করে তৈরি করা হয়েছে নতুন সংসদ ভবন। অথচ বছর পেরোতে না পেরোতেই বেহাল দশা তার!  সংসদ ভবনের সামগ্রিক পরিকাঠামো নিয়ে দ্রুত পর্যালোচনার দাবি জানিয়ে আজ সংসদে একাধিক মুলতবি প্রস্তাব জমা দেন  কংগ্রেস সাংসদরা। কংগ্রেসের তরফে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে  সংসদের লবির বেশ কিছুটা জায়গা জল পড়ে ভিজে রয়েছে। এমনকী ছাদ থেকে জল পড়তেও দেখা গিয়েছে ওই ভিডিওতে। খোদ রাষ্ট্রপতি সংসদে যাওয়ার সময় এই লবি ব্যবহার করেন। লোকসভায় কংগ্রেসের হুইপ মাণিকম ঠাকুর এই ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনতে চলেছেন। তাঁর দাবি, মাত্র এক বছর আগে কাজ শেষ হওয়া সংসদের লবিতে যেভাবে জল চুঁইয়ে পড়ছে তাতে স্পষ্ট যে সংসদের নয়া ভবন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় অক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *