Bangla24x7 Desk : 14 Hour Marathon : ১৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশি – সুজিত বসুকে ‘সার্টিফিকেট’ দিয়ে শ্রীভূমি ছাড়লেন ইডি আধিকারিকরা। দিনভর ইডি আধিকারিকদের সহযোগিতা করতে তাঁকে বাড়িতেই থাকতে হয়। সূত্রের খবর, তিনি পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যা যা প্রশ্ন করা হয়, তার সমস্ত জবাব দিয়েছেন মন্ত্রী। সবরকম সহযোগিতা করেছেন। কার্যত সুজিত বসুকে ‘সার্টিফিকেট’ দিলেন কেন্দ্রীয় আধিকারিকরা।
ইডি আধিকারিকরা তাঁর মোবাইল ফোনটি নিয়ে গিয়েছেন। তা নিয়ে সুজিত বসু ক্ষোভপ্রকাশ করে বলেন, ”আমি দমকল বিভাগের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত। আমার ফোন এভাবে নিয়ে নিলে কীভাবে কাজ করব?” তাই ইডির কাছে তিনি ফোনটি ফেরত দেওয়ার দাবি করেছেন তিনি। সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সংস্থা নয়, তিনি নিশানা করলেন বিজেপিকে, বিশেষত শুভেন্দু অধিকারীকে।
পাশাপাশি শুভেন্দুকে নিশানা করে সুজিত বসুর পালটা জবাব, ”শীতের জামাকাপড় নেব কিন্তু জেল নয়, গঙ্গাসাগরে যাব। তারপর ফিরেও আসব।” বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, বিজেপি তাঁকে কোনও বড় পদ দেবে না। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার একাধিক কর্মসূচি ছিল সুজিত বসুর। ইডি আধিকারিকরা তাঁকে জানিয়েছিলেন, যতক্ষণ তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলবে, ততক্ষণ মন্ত্রীকেও বাড়িতে থাকতে হবে। এদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন দমকল মন্ত্রী।
14 Hour Marathon : ১৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশি – সুজিত বসুকে ‘সার্টিফিকেট’ দিয়ে শ্রীভূমি ছাড়লেন ইডি আধিকারিকরা
অনান্য খবর : – Atal Bridge : ২ ঘণ্টার রাস্তা ২০ মিনিটে! ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে অটল সেতু উদ্বোধন প্রধানমন্ত্রীর
সূত্রের খবর , ১৭৭৯০৩ মেট্রিক টন লোহা ব্যবহার করে তৈরি হয়েছে এই সেতু। তবে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভলপমেন্ট অথরিটি আধিকারিকরা জানিয়েছেন , যাত্রীবাহী গাড়িগুলির ক্ষেত্রে টোল রেট হতে পারে ২৫০ থেকে ৩০০ টাকা। আর মালবাহী গাড়ির ক্ষেত্রে আরও বেশি। নব নির্মিত এই সেতু দিয়ে প্রত্যহ প্রায় ৭০,০০০ যান চলাচল করতে পারবে বলেই খবর প্রশাসন সূত্রে।
কবে থেকে শুরু হয় সেতু নির্মাণের কাজ ? সূত্রের খবর , ২০১৮ সালে সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। ২২ কিমি লম্বা এই সেতুর ১৬.৫ কিলোমিটার অংশ গিয়েছে সমুদ্রের উপর দিয়ে। মুম্বইয়ের সঙ্গে নভি মুম্বইয়ের সংযোগকারী হলেও মূলত থানে ক্রিক পেরিয়ে , শিবাজি নগর Continue Reading