Bangla24x7 Desk :নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ায় মাঝ সমুদ্রে উল্টে গেল মৎস্যজীবী ট্রলার। ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার কেঁদো দ্বীপ। বকখালি থেকে ১০০ কিলোমিটার দূরে ঘটে এই দুর্ঘটনা।

সূত্রের খবর , আজ ভোররাতে এফবি সত্যনারায়ণ নামের একটি মৎস্যজীবী ট্রলার ১৮ জন মৎস্যজীবীকে নিয়ে ফিরছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্র উত্তাল এবং ঝড় শুরু হয়। প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে একটি চড়ায় ধাক্কা মারে ওই মৎস্যজীবি ট্রলার।

দুর্ঘটনার খবর দ্রুত অন্যান্য মৎস্যজীবীদের কাছে পৌঁছয়। ট্রলারে ১৮ জন মৎস্যজীবী থাকলেও প্রবল দুর্যোগের কারণে ঠিক কতজন মৎস্যজীবী ট্রলারে ছিলেন সে বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

ইতিমধ্যেই উদ্ধারকাজের জন্য উদ্ধারকারী দল থাকলেও খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে উদ্ধার কাজ। মৎস্যজীবী সংগঠনের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু গভীর সমুদ্রে দুর্ঘটনা ঘটায় উদ্ধরকাজে বেগ পেতে হবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *