Bangla24x7 Desk : ইএম বাইপাস সংলগ্ন কামালগাজিতে ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার কারখানায় অ্যামনিয়া গ্যাস লিক , অসুস্থ ২ দমকলকর্মী। দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় গ্যাস লিকের ঘটনা। ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন। পৌঁছেছে পুলিশ প্রশাসন। এলাকায় বাতাসে অ্যামনিয়া গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়েছে। জল দিয়ে অ্যামনিয়া গ্যাসের তীব্রতা কমানোর চেষ্টা চলছে।
সোমবার বিকেলে গড়িয়ার কামালগাজিতে ওই ঠান্ডা পানীয়ের কারখানা থেকে আচমকা অ্যামোনিয়া গ্যাস লিক করতে থাকে। মুহূর্ত গোটা কারখানা ভরে যায় গ্যাসে। একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানা ও দমকলে। ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন। তড়িঘড়ি প্রয়োজনীয় পদক্ষেপ করে দমকলের আধিকারিকরা। কোথা থেকে গ্যাস লিক হচ্ছিল, তা বোঝার চেষ্টা করেন তাঁরা। কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন দুই দমকলকর্মী।
অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারখানার আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। ঘনজনবসতিপূর্ণ ওই এলাকায় গ্যাস লিকের বিষয়টি জানাজানি হতেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন অনেকেই। এদিকে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতার সাথে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন। ঘিরে ফেলা হয়েছে গোটা কারখানা।