Bangla24x7 Desk : ভোর চারটে নাগাদ প্রথম ভয়াবহ কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। পরে একাধিক আফটার শকের একটির কম্পনের মাত্রা ছিল ছয়ের উপরে। দুপুরে ফের বিপর্যস্ত তুরস্ক। নতুন করে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের দক্ষিণ প্রান্ত। এবার কম্পনের মাত্রা ছিল ৭.৬। ২৪ ঘণ্টার কম সময়ে তিনটি বড় ভূমিকম্পের ঝক্কি সামলাতে হয়েছে দেশটিকে। শুধু তুরস্ক না, সিরিয়া প্রকৃতির ছোবলে বিপর্যস্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ১৯০০-তে। ডেনমার্ক গ্রিনল্যান্ডের ভূতত্ত্ব সমীক্ষা দপ্তর জানিয়েছে , কম্পনের মাত্রা এতটাই ছিল যে ৫৫০০ কিলোমিটার দূরের গ্রিনল্যান্ডেও কম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২৪ ঘণ্টারও কম সময়ে ৫০ বার আফটার শক অনুভূত হয়েছে। এর মধ্যেই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের বিশেষজ্ঞেরা জানালেন, গ্রিনল্যান্ডের পূর্ব উপকূলে ভাল ভাবে অনুভূত হয়েছে কম্পন। তুরস্কের উৎসস্থলে কম্পনের মিনিট পাঁচেক বাদে ওই কম্পন ৫৫০০ কিলোমিটার দূরের গ্রিনল্যান্ডে অনুভূত হয়। এমনটাই দাবি সেখানকার ভূতত্ত্ব বিশেষজ্ঞদের।

ভোরে প্রায় ৪৫ সেকেন্ড ধরে চলে মারণ কম্পন। পরবর্তী পাঁচ ঘণ্টায় ২২ বার ‘আফটার শকে’ চলে। দ্বিতীয় বড় ঝটকায় তুরস্ক ও সিরিয়া ছাড়াও কেঁপে ওঠে লেবানন, সাইপ্রাসের, ইজিপ্টের একাংশ। ইতিমধ্যে সিরিয়ার ন্যাশনাল আর্থকুয়েক সেন্টার জানিয়েছে, এদিন ভোরে তাদের দেশের ইতিহাসে বৃহত্তম ভূকম্পন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনবারের ভয়ংকর কম্পনে ছোট বাড়ি ও বহতল ধসে মৃত্যু তুরস্কে মৃত্যু হয়েছে ১১২১ জনের। অন্যদিকে সিরিয়াতে মৃতের সংখ্যা ৭৮৩। মোট সংখ্যা ১৯০৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *