Bangla24x7 Desk : জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগরের আকর্ষণ। কী মণ্ডপ, কী প্রতিমা, কী আলোকসজ্জা – সবেতেই চমক লাগিয়ে দেয় প্রতি বছর। কিছুতেই তা যেন পুরনো হয় না। যতবার দেখা যায়, ততই মন্ত্রমুগ্ধের মতো দেখতে হয়। কিন্তু হুগলির পাশাপাশি নদীয়া জেলা জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠে। এ বছর প্রতিমায় তাক লাগিয়ে দেবে চন্দননগর নয়, নদিয়ারই কৃষ্ণনগর। এখানকার একটি ক্লাব সবচেয়ে বড় প্রতিমা তৈরি করছে বলে দাবি। ৬০ ফুটের একটি গাছের কাঠামো বরাবর তৈরি হয়েছে প্রতিমা। চলছে শেষ মুহূর্তের সামান্য কাজ।

ক্লাব সদস্যদের দাবি , নতুন চমক দেওয়ার আশায় এই নির্মাণ। কৃষ্ণনগরের রাধানগরের ক্লাব প্রতিভা। এবছর তাদের পুজো ৪৩ বছরে পা রাখল। জগদ্ধাত্রী পুজোর বাজেট মোট ১৩ লক্ষ টাকা। তার মধ্যে সাত লক্ষ টাকা প্রতিমা নির্মাণেই খরচ হয়েছে তাদের। বলা হচ্ছে, এটাই সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা। ৬০ ফুট দীর্ঘ একটি কদমগাছ নিয়ে আসা হয়েছিল প্রতিমা তৈরির জন্য। সেই কাঠামো ধরেই তা গত ২ মাস নির্মাণ করা হয়েছে।

শিল্পী রমেশ পালের তত্বাবধানে প্রতিমার অবয়ব দিয়েছেন ২০ জন শিল্পী। প্রতিমাকে সাজানোর শেষ কাজ চলছে। ক্লাবের সেক্রেটারি প্রসেনজিৎ মণ্ডল জানিয়েছেন, ”এবছর নতুন কিছু করে দর্শনার্থীদের উপহার দেওয়ার চেষ্টা করছি। সেই কারণে দীর্ঘতম প্রতিমা তৈরির পরিকল্পনা। দেখা যাক, আমাদের কাজ সকলের কতটা ভাল লাগে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *