Bangla24x7 Desk : নমামি গঙ্গা প্রকল্পের আওতায় পড়ে এবার আদি গঙ্গা বা টালি নালার সংস্কার হতে চলেছে। আদিগঙ্গার পরিবেশবান্ধব সংস্কারে ৬৬৪ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সংস্কারের কাজ করতে সময় লাগতে পারে ৩০ মাস। আদিগঙ্গা সংস্কার হলে পাল্টে যাবে গঙ্গার দু’পাশের বিস্তীর্ণ এলাকার চেহারা।

আদিগঙ্গাকে পরিচ্ছন্ন করে তোলার জন‌্য পরিকাঠামো বাবদ ৬০০ কোটি টাকা ব্যয় করার কথাও বলেন প্রধানমন্ত্রী। জানান, নদীগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সেগুলি যাতে আর দূষিত না হয় তার জন‌্য বড় বড় অত্যাধুনিক সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশজুড়ে ১০০টিরও বেশি জলপথকে সংস্কার করা হচ্ছে। অত্যাধুনিক ক্রুজ পরিষেবার সূচনা হচ্ছে। আগামী ১৩ জানুয়ারি কাশী থেকে বাংলাদেশ হয়ে ডিব্রুগড় পর্যন্ত ৩,২০০ কিলোমিটার দীর্ঘ একটি নৌ পরিবহণ শুরু হবে। যা একটি উদাহরণ তৈরি করবে।’’

কলকাতার হেস্টিংসে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও মোদি ভারচুয়ালি হাজির ছিলেন। উপস্থিত ছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়, উত্তরপ্রদেশের মুখ‌্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ঝাড়খণ্ডের মুখ‌্যমন্ত্রী হেমন্ত সোরেন, উত্তরাখণ্ডের মুখ‌্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বিহারের উপমুখ‌্যমন্ত্রী তেজস্বী যাদব। ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। ভূপেন্দ্র যাদব, সর্বানন্দ সোনওয়াল, জয়কিষেণ রেড্ডি, রাজকুমার সিং প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *