Bangla24x7 Desk : মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরে একদিনে এত সোনা আগে উদ্ধার হয়নি। পাচারের কৌশলও ছিল অভিনব। যা দেখে চমকে গিয়েছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। রবিবার দু’টি আলাদা ঘটনায় ৬১ কেজি সোনা বাজেয়াপ্ত করেন তাঁরা। যার বাজারদর ৩২ কোটি টাকা। ভারতে সোনা পাচারের অভিযোগে পাঁচ মহিলা-সহ ৭ যাত্রীকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।

ধৃতদের দাবি, দোহা বিমানবন্দরে  সুদানের এক নাগরিক তাঁদের সোনার বার লাগানো ওই বেল্টগুলি দেয়। ধৃতদের বক্তব্যের সত্যতা যাচাই করে দেখছে পুলিশ। এদিকে পাচারের অভিযুক্তদের এদিনই আদালতে তোলে পুলিশ। তাদের ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে পুলিশ। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে , সাত অভিযুক্তের মধ্যে চার জন ভারতীয়। তারা তানজানিয়া থেকে ফিরছিলেন। তাদের কাছে ১ কেজি ওজনের একাধিক ‘গোল্ড বার’ ছিল। মোট ৫৩ কেজি সোনা উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ২৮ কোটি ১৭ লক্ষ টাকা।

সোনা পাচারের জন্য অভিনব পন্থা নেন অভিযুক্তরা। এর জন্য বিশেষ বেল্ট তৈরি করেন তারা। পাচারের অভিনব পন্থা দেখে অবাক হন শুল্ক দপ্তরের আধিকারিকরা। একদিনে এত সোনা উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *