Bangla24x7 Desk : প্রভাবশালী রাজনৈতিক নেতা-মন্ত্রীদের পর কয়লা কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রাজ্যের ৮ আইপিএস অফিসার। চলতি মাসেই তাঁদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর। ১৫ আগস্টের পর তাঁদের দিল্লি গিয়ে ইডি সদর দপ্তরে হাজিরা দিতে হবে। সূত্রের খবর, আইপিএসদের এই তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের ডিজি জ্ঞানবন্ত সিং। এছাড়া আইপিএস সুকেশ জৈন, কোটেশ্বর রাও, রাজীব মিশ্রকে ডেকে পাঠানো হয়েছে। এই মর্মে তাঁদের কাছে নোটিস পাঠানো হবে অবিলম্বে।
গরু এবং কয়লা পাচার মামলার কিনারা করতে কার্যত সাঁড়াশি চাপ দিতে শুরু করেছে ইডি-সিবিআই। বৃহস্পতিবারই গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগে বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। যদিও তাঁকে অ্যারেস্ট মেমোয় সই করায়নি সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছে। এর ঠিক পরপরই কয়লা পাচার কাণ্ডে ইডি তলব করল রাজ্যের ৮ আইপিএস অফিসারকে।