Mahendra Kshana : ৮৪ সেকেন্ডের ‘অভিজিৎ মুহূর্ত’ ! মাহেন্দ্রক্ষণে সম্পন্ন রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’

Bangla24x7 Desk : Mahendra Kshana : ‘অভিজিৎ মুহূর্ত’ , ‘প্রাণ প্রতিষ্ঠা’ ৮৪ মিনিটে হলেও অযোধ্যার রামমন্দিরে সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটি চলবে ৫০ মিনিট ধরে। ১২টা ৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। চলবে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত.  সোমবার ঠিক বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হবে। পবিত্র এই মুহূর্ত চলবে ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। তার মধ্যেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী।

সারা দিনে দু’বার ‘অভিজিৎ মুহূর্ত’ আসে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতের ‘অভিজিৎ মুহূর্তে’। জ্যোতিষ শাস্ত্র বলে, সারা দিনে ৩০টি মুহূর্ত রয়েছে। তার মধ্যে ‘অভিজিৎ মুহূর্ত’ অষ্টম। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র জন্যও এই বিশেষ মুহূর্তটিকে বেছে নেওয়া হয়েছে। স্বয়ং ভগবান রাম এই মুহূর্তে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সারা দিনে দু’বার ‘অভিজিৎ মুহূর্ত’ আসে। হিন্দু ধর্মে ৮৪ সেকেন্ডের ‘অভিজিৎ মুহূর্ত’কে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এই সময়ের মধ্যে যে কোনও শুভ কাজ করার পরামর্শ দেন ধর্মীয় বিজ্ঞেরা।

Dhupaguri Sub District : ধূপগুড়ি মহকুমা ঘোষিত – ‘কথা দিয়ে কথা রাখার নামই হল তৃণমূল’ , বলছেন অভিষেক

Ram Came : মুখে স্মিত হাসি , কপালে সাদা-লাল তিলক – রামলালার পূর্ণ অবয়ব প্রকাশ শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের

Mahendra Kshana : ৮৪ সেকেন্ডের ‘অভিজিৎ মুহূর্ত’ ! মাহেন্দ্রক্ষণে সম্পন্ন রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’

অনান্য খবর : – Nirmala Sitharaman : নির্মলা সীতারমণকে রাম মন্দিরের উদ্বোধন দেখতে বাধা ! বিজেপির কাঠগড়ায় ‘সনাতন বিরোধী’ DMK

তামিলনাড়ুতে নাকি ‘ব্রাত্য’ রাম ! অর্থমন্ত্রী বলেন, শুধু কাঞ্চি পুরমেই ৪০০ জায়গায় ৪৬৬টি এলইডি স্ক্রিন ভেঙে দিয়েছে ডিএমকে। লাইভ টেলিকাস্ট রুখতে পুলিশ মোতায়েন করা হচ্ছে। এতেই বোঝা যায় ডিএমকে সরকার কতটা হিন্দু বিরোধী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয় নিধি স্ট্যালিনের করা সনাতন বিরোধী মন্তব্যও তুলে ধরছে বি জে পি। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছে তামিলনাড়ু সরকার। হিন্দু ধর্ম ও দাতব্য বিভাগের মন্ত্রী সেখর বাবু জানিয়েছেন, তামিলনাড়ুতে রাম পুজোয় কোনও নিষেধাজ্ঞা নেই। কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গুজব ছড়াচ্ছেন বলেও আক্ষেপ প্রকাশ নির্মলা জানান, তামিলনাড়ুতে প্রায় ২০০ রাম মন্দির আছে সরকারি সংস্থার অধীনে। সেই মন্দির গুলিতেও আগামী ২২ জানুয়ারি সমস্ত পুজো , প্রার্থনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থমন্ত্রীর দাবি , তামিলনাড়ুতে রাম মন্দির সম্পর্কিত কোনও অনুষ্ঠানও করতে দেওয়া Continue Reading