Bangla24X7 Desk : গ্রুপ-সি পদে ৭৮৫ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করতে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-কে নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকে বাতিল করতে বললেন, সুপারিশপত্র ছাড়াই নিয়োগপত্র পাওয়া ৫৭ জনের চাকরি। পাশাপাশি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, শূন্যপদে ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি চলছিল। স্কুল সার্ভিস কমিশন এদিন বিচারপতির প্রশ্নের জবাবে জানান, ৭৫৮ জনের সুপারিশ করা হয়েছিল, যাদের ওএমআরে কারচুপি হয়েছে। এরপর বিচারপতি জানতে চান, তাহলে এই প্রার্থীরা চাকরি করতে পারেন? একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, ৩৮১ জন, যাদের কমিশন সুপারিশ করেনি, কিন্তু চাকরি পেয়েছে। সেইসব চাকরি বাতিলের নিয়মই বা কী ? এই সমস্ত সওয়াল জবাবের পর ৪টে নাগাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করা হোক। শনিবারের মধ্যেই চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
কমিশন জানায়, এরকম ৫৭ জনের হদিশ পাওয়া হয়েছে। বাকিদের বিষয় এখন জানা যায়নি। এরপরই হাইকোর্ট নির্দেশ দেয়, সুপারিশ পেয়ে কতজন নিয়োগ পেয়েছে, তার তালিকা তৈরি করতে হবে পর্ষদকে। এই ৫৭ এবং ৭৮৫ , মোট ৮৪২ জনের নিয়োগপত্র বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন বিচারপতি। এরা কেউ স্কুলে ঢুকতে পারবেন না। স্কুলের কোনও জিনিসে এরা হাত দিতে পারবেন না বলে নির্দেশ দেন বিচারপতি। যাদের চাকরি গেল, বেতন ফেরতের বিষয় নিয়ে পরে এই আদালত সিদ্ধান্ত নেবে।