Bangla24x7 Desk : ২০২৪ সালের ফল প্রকাশের ফল নরেন্দ্র মোদীর নৈতিক হার বলে প্রচার করেছে বিরোধীরা। সেই অভিযোগের জবাব দিয়েছেন মোদী। তিনি সাফ জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনের আগে এনডিএ সরকার ছিল। এ নিয়ে তিনি বলেন, “নির্বাচনের পরও এনডিএ-র সরকারই গঠিত হচ্ছে। তাহলে পরিবর্তন কী হল !দেশবাসী জানে, আমরা না হেরেছি, না আমরা হারব।” ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই স্পষ্ট হয়, একার ক্ষমতায় সরকার গড়তে পারবে না বিজেপি। এই লিখন স্পষ্ট হওয়ার পর থেকেই এনডিএ জোটকে মজবুত করতে চেষ্টার খামতি রাখছেন না বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। শুক্রবার এনডিএ-র নেতা নির্বাচন করতে সংসদের সেন্ট্রাল হলে হাজির ছিলেন বিজেপি সহ এনডিএ শরিক দলের নেতারা। 

ভারত মাতা কি জয় বলে বক্তব্য শুরু করেন মোদী। সকল সাংসদদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রবল গরম উপেক্ষা করে কার্যকর্তাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। এনডিএ-র নেতা নির্বাচিত হওয়ায় শরিদ দলের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন মোদী। বলেছেন, “আমি ভাগ্যবান যে আপনারা সকলে আমায় এনডিএ-র নেতা হিসাবে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছেন। ব্যক্তিগত জীবনে আমি জবাবদিহিতে বিশ্বাস করি। ২০১৯ সালে যখন আপনারা আমায় নির্বাচিত করেছিলেন, তখন আমি বিশ্বাস শব্দের উপরে জোর দিয়েছিলাম। আজ যখন আমায় পুনরায় নির্বাচিত করছেন, তখন আমি মনে করি আমাদের মধ্যে বিশ্বাসের সেতু অটুট। এটাই সবথেকে বড় পুঁজি।” NDA এর অর্থ তিনি বলেছেন, ‘New India, Developed India, Aspirational India’। মোদী বলেছেন, “ভারতের রাজনীতির ইতিহাসে কোনও জোট এনডিএ-র মত সফল হয়নি। এনডিএ সরকারকে ২২ রাজ্যের জনগণ তাদের সরকার নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছে। আমাদের এই জোট ভারতের আত্মা, নাড়ির প্রতিবিম্ব। আমাদের আদিবাসী বন্ধুদের সংখ্যা বেশি, এমন ১০ রাজ্যের মধ্যে ৭ রাজ্যে এনডিএ সেবা করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *