Bangla24x7 Desk : কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলল। সোমবার বেলায় কলকাতা বিমানবন্দরে RT-PCR পরীক্ষায় এক ব্রিটিশ মহিলার শরীরে ধরা পড়ে করোনার জীবাণু। তাঁকে সঙ্গে সঙ্গে ভরতি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয়েছে। ওই বিমানে থাকা অন্যান্য যাত্রীদের আপাতত রাখা হয়েছে পর্যবেক্ষণে। তাঁদেরও করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।
তবে কোভিড পজিটিভ ব্রিটিশ মহিলার শরীরে নতুন ভ্যারিয়েন্ট BF.7 জীবাণু বাসা বেঁধেছে কিনা , তা জিনোম সিকোয়েন্সিংয়ের পরই বোঝা যাবে। সূত্রের খবর, গত শনিবার ব্যাংকক থেকে কলকাতায় ফেরা এক ব্যক্তিও করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে দমদম বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে একটি বিমান অবতরণ করে। সেখানে সব যাত্রীর করোনা পরীক্ষা করা হয়। ব্রিটিশ মহিলার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে তাঁকে সঙ্গে সঙ্গে বেলেঘাটা আইডি-তে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, তিনি কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন। মাঝে কলকাতায় কোভিড পজিটিভ হওয়ায় তিনি এখন হাসপাতালেই থাকবেন। তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হবে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। কলকাতার ট্রপিক্যাল ইনস্টিটিউটে রয়েছে এই পরীক্ষার পরিকাঠামো। চিনে ব্যাপক হারে ছড়িয়েছে করোনার ওমিক্রন প্রজাতির নতুন সাব-ভ্যারিয়েন্ট BF.7। এর সংক্রামক ক্ষমতা এত বেশি যে একদিনে ৩ কোটি মানুষ আক্রান্ত হয়েছে বলে খবর।