Bangla24x7 Desk : দল বিরোধী আচরণের অভিযোগ , বরখাস্ত ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। এবার সেই দলীয় প্রার্থী অভিজিৎ দাসকে সামরিক বরখাস্ত করল বিজেপি শৃঙ্খলারক্ষা কমিটি। তবে সাময়িক বরখাস্তের পাশাপাশি অভিজিৎ দাসকে শো কজ করা হয়েছে বলেও খবর। এ প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “দলীয় শৃঙ্খলা না মানার জন্য ওনাকে বরখাস্ত করা হয়েছে।” উল্লেখ্য , ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাজ্যে এসেছিল বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধি দল। সন্দেশখালি, আমতলা সহ একাধিক জায়গা পরিদর্শন করে তারা। ৭ দিনের মধ্যে জবাব তলব কমিটির।

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পাঠানো দলকে হেনস্থা করা, দলীয় দফতরে তালা লাগানো, ভোটে পরবর্তী হামলায় দলের বৈঠকে যেতে না দেওয়া এইরকম একাধিক অভিযোগে অভিযুক্ত হচ্ছেন অভিজিৎ বাবু। সেই কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত বলে খবর। এই ঘটনায় দলের একাংশের প্রশ্ন, যাকে বরখাস্ত করা হচ্ছে তিনি হাতে পাওয়ার আগে কীভাবে দলের চিঠি বাইরে গেল। দলেরই কোনও নেতা পরিকল্পনামাফিক একাজ করছেন বলেও অভিযোগ করা হচ্ছে। ঠিক কি কারনে দলীয় প্রার্থীকে সাসপেন্ড , শো-কজ ?

দলীয় সূত্রে খবর , ডায়মন্ড হারবারের আলতাবেড়িয়া গ্রামে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম। লাগাতার হামলার শিকার হলেও বিজেপি নেতৃত্ব পাশে দাঁড়াননি বলেই অভিযোগ তাদের। তাঁদের নিশানায় ছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভেও তাঁর ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।  এই অভিজিৎ দাসই গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোট চলাকালীন তুলেছিলেন সন্ত্রাসের অভিযোগ। আর এবার দলের মধ্যেই সাসপেন্ড এবং শোকজ হয় দলের অন্দরেই ব্যাপক চাপে বিজেপির প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *