Abhishek Banerjee West Bengal : উপনির্বাচনের আগেই রাজনীতির ট্র্যাকে ফিরছেন তৃণমূল ‘সেনাপতি’

Bangla24x7 Desk : Abhishek Banerjee West Bengal : উপনির্বাচনের আগেই রাজনীতির ট্র্যাকে ফিরছেন তৃণমূল ‘সেনাপতি’। স্বাস্থ্যজনিত কারণে বেশ কিছুদিন রাজনীতির ময়দান থেকে দূরে ছিলেন , কিন্তু এবার আর অপেক্ষার বেশিদিন নয় , রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনের আগেই নিজের চেনা ছন্দে ফিরছেন তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কবে থেকে আবারো নিজের রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ ? দলীয় সূত্রে খবর , আগামী ৯ নভেম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলার দলীয় কার্যালয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তৃণমূল সাংসদের।

প্রসঙ্গত , বিজয়া সম্মিলনীর দু’দিন আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের জন্মদিন। কালীঘাটে তাঁর সাংসদ দফতরে শুভেচ্ছা জানাতে যাবেন দলীয় কর্মীরা। বহুদিন পর ওই দিন কর্মীদের সঙ্গে জন সংযোগে দেখা যাবে অভিষেককে। উল্লেখ্য , অভিষেকের অসুস্থতার কারণে আগামী উপনির্বাচনে প্রার্থীদের হয়ে অভিষেক প্রচারে নামবেন কিনা , সেই বিষয়ে সন্দিহান ছিলেন তৃণমূল নেতৃত্ব সহ দলীয় কর্মীরা। এর উপর উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই সক্রিয় রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দফতর। জেলা সফরে গিয়েছেন খোদ বক্সী। শুধু তাই নয়, বক্সী ঘনিষ্ঠ অন্যান্য নেতারাও গিয়েছেন।

এরই মাঝে যাবতীয় জল্পনা দূর করেছেন খোদ অভিষেক। প্রসঙ্গত , বিগত লোকসভা ভোটের সময় দলের সব দায়িত্ব ‘কাঁধে’ তুলে নিয়েছিলেন অভিষেক। তবে ভোটের রেজাল্টের পর সাময়িক বিরতি নেন। আমতলা থেকে অভিষেক আগাম কোনও কর্মসূচি তিনি ঘোষণা করেন কিনা সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তবে এরই মধ্যে রাজনীতির অলিগলিতে একটাই প্রশ্ন সক্রিয় ভাবে প্রচারে নামবেন অভিষেক ? কারণ সামনেই যে উপনির্বাচন। তাঁর উপর সুব্রত বক্সী আগেভাগেই নির্বাচনী প্রস্তুতি শুরু করায় অভিষেকের ‘কামব্যাক’ নিতান্তই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Abhishek Banerjee West Bengal : উপনির্বাচনের আগেই রাজনীতির ট্র্যাকে ফিরছেন তৃণমূল ‘সেনাপতি’

Read More : Anubrata Mondal CAB : গলায় উত্তরীয় , সিএবি সভাপতির সাথে একই মঞ্চে কেষ্ট

দলীয় সূত্রে খবর , আগামী ৯ নভেম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলার দলীয় কার্যালয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তৃণমূল সাংসদের। প্রসঙ্গত , বিজয়া সম্মিলনীর দু’দিন আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের জন্মদিন। কালীঘাটে তাঁর সাংসদ দফতরে শুভেচ্ছা জানাতে যাবেন দলীয় কর্মীরা। বহুদিন পর ওই দিন কর্মীদের সঙ্গে জন সংযোগে দেখা যাবে অভিষেককে। উল্লেখ্য , অভিষেকের অসুস্থতার কারণে আগামী উপনির্বাচনে প্রার্থীদের হয়ে অভিষেক প্রচারে নামবেন কিনা , সেই বিষয়ে সন্দিহান ছিলেন তৃণমূল নেতৃত্ব সহ দলীয় কর্মীরা। এর উপর উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই সক্রিয় রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দফতর। জেলা সফরে গিয়েছেন খোদ বক্সী। শুধু তাই নয়, বক্সী ঘনিষ্ঠ অন্যান্য নেতারাও গিয়েছেন।