Bangla24x7 Desk : Abhishek Camp : কেন্দ্র না দিলেও একশো দিনের কাজ ও আবাস যোজনায় উপভোক্তাদের টাকা মেটাবে রাজ্য – অতীতে এই কথা বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তৃণমূল সুপ্রিমোর মত একই সুর শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে। এবার সেই কাজই শুরু করলেন তিনি। জরুরি ভিত্তিতে একশো দিনের কাজ ও আবাস যোজনার উপভোক্তাদের নাম নতিভুক্তকরণের ব্যবস্থা করতে হবে – ভার্চুয়াল বৈঠকে দলীয় নেতৃত্বকে এমনই নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাংসদের নির্দেশ কার্যকর করতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এলাকায় পঞ্চায়েত শিবির করে উপভোক্তাদের নাম নথিভুক্তকরণের কাজ শুরু করেছেন ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে খবর , অভিষেকের সংসদীয় এলাকার ডায়মন্ড হারবার বিধানসভায় ইতিমধ্যেই একশো দিনের কাজ প্রকল্পে ১৬ হাজার উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছে। উপভোক্তাদের নামের তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।
Abhishek Camp : অভিষেকের নির্দেশে ডায়মন্ড হারবারে শিবির! কি কারণে শিবির!
Locket Chatterjee Drew : নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন ! দলীয় প্রতীক আঁকলেন লকেট চট্টোপাধ্যায়
NDA Camp : নজরে উত্তরপ্রদেশের জাঠ বলয় , ‘ইন্ডিয়া’য় ভাঙন ধরিয়ে আরএলডির NDA শিবিরে অন্তর্ভুক্তি ?
Nirmalas Announcement : অন্তঃসারশূন্য বাজেট – নির্মলার ঘোষণার পর প্রতিক্রিয়া বিরোধীদের
Mahendra Kshana : ৮৪ সেকেন্ডের ‘অভিজিৎ মুহূর্ত’ ! মাহেন্দ্রক্ষণে সম্পন্ন রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’
এই বিষয়ে ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল পর্যবেক্ষক শামিম আহমেদ বলেন , “সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ডায়মন্ড হারবার বিধানসভার একটি পুরসভা ও ১৩ টি পঞ্চায়েতেই শিবির করে ইতিমধ্যেই প্রায় ১৬ হাজার উপভোক্তার নাম নথিভুক্তকরণের কাজ হয়েছে। অনেকেই বঞ্চিত , তাই আগামী দিনে সঠিক উপভোক্তার সংখ্যা আরও বাড়বে। ৮ দিনের শিবিরের পরে নামের তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।’’
পর্যবেক্ষকদের একাংশের মতে , দলের হারানো ভাবমূর্তি ফেরাতে এবং সাংগঠনিক ভিত মজবুত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ। একশো দিনের কাজ প্রকল্পে বকেয়া মেটানোর জন্য কেন্দ্রের কাছে দীর্ঘ দিন ধরেই দাবি জানিয়ে আসছে তৃণমূল। তবে ডায়মন্ড হারবারের মতই একই ভাবে জেলার বিভিন্ন লোকসভা কেন্দ্রে সাংসদের নির্দেশ মতো শিবির হবে। প্রতিটি শিবিরে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক, পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা।