Zamidari : ‘জনগর্জন সভা’ থেকে ‘জমিদারি শাসন’ উৎখাতের ডাক অভিষেকের

Bangla24x7 Desk : Zamidari : লোকসভা ভোটকে সামনে রেখে ব্রিগেডে তৃণমূলের আয়োজিত সমাবেশের নাম ‘জনগর্জন সভা।’ বস্তুত, এই সমাবেশ থেকে বাংলায় লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করল রাজ্যের শাসকদল। ব্রিগেড সমাবেশের আকর্ষণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘‘দু’সপ্তাহের কম সময়ের মধ্যে ব্রিগেডে সমাবেশের ঘোষণা করেছিলাম। বিগত দিনগুলিতে যত জনসভা হয়েছে, তৃণমূল বাদে যারা সভা করেছে, তার প্রস্তুতি নিতে ছ’মাস লেগেছে। আমরা ১২ দিনে করে দেখালাম।’’ র‌্যাম্পে হাঁটতে হাঁটতে মুষ্টিবদ্ধ করে উপরের দিকে হাত তুললেন অভিষেক। বার কয়েক হাত ঝাঁকালেন। এ যেন কর্মী সমর্থদের চাঙ্গা করার এক বার্তা।

লোকসভা ভোটকে সামনে রেখে ‘জনগর্জন’ সভায় বক্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদী জমানাকে তিনি জমিদারির সঙ্গে তুলনা করেছেন। অভিযোগ, বাংলাকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের অভিযোগ, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা—সহ একাধিক প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রেখেছে কেন্দ্র। ‘প্রাপ্য’ আদায়ের দাবিতে কলকাতা থেকে নয়াদিল্লি পর্যন্ত আন্দোলন করেছেন অভিষেক।

Zamidari : ‘জনগর্জন সভা’ থেকে ‘জমিদারি শাসন’ উৎখাতের ডাক অভিষেকের

Ganguli Babu : “গাঙ্গুলি বাবু খেলা হবে” – ‘পদ্মমুখী’ অভিজিৎকে ঝাঁঝালো কটাক্ষ সায়নীর

King Khan Shahrukh : আম্বানিদের প্রি-ওয়েডিং পার্টিতে রামাচরণকে অপমান কিং খান শাহরুখ খানের !

Sukanta Shubendu : কৃষ্ণনগরে মোদীর মুখোমুখি সুকান্ত-শুভেন্দু , প্রধানমন্ত্রীর ২২ মিনিটের বৈঠকে ডাক পেলেন না দিলীপ

Shuvendu Told : শাহজাহানের ফোন কোথায় ? হন্যে হয়ে খুঁজছে CBI , ফোনের ঠিকানা জানালেন শুভেন্দু

DG Rajeev Kumar : ইডি উপর হামলার ৪৭ দিন পার , সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

অনান্য খবর : – Yusuf Pathan : রচনা বন্দ্যোপাধ্যায় থেকে ইউসুফ পাঠান , ডায়মন্ড হারবারে অভিষেক – দেখুন ৪২ আসনে প্রার্থী কারা ?

জঙ্গিপুর আসনে লড়বেন খলিলুর রহমান, বহরমপুর আসনে লড়বেন ইউসুফ পঠান, মুর্শিদাবাদ আসনে লড়বেন আবু তাহের খান, কৃষ্ণনগর আসনে লড়বেন মহুয়া মৈত্র, দমদম আসনে লড়বেন সৌগত রায়, বারাসত আসনে লড়বেন কাকলি ঘোষদস্তিদার, বসিরহাট আসনে লড়বেন হাজি নুরুল ইসলাম, জয়নগর আসনে লড়বেন প্রতিমা মণ্ডল, মথুরাপুর আসনে লড়বেন বাপি হালদার, ডায়মন্ড হারবার আসনে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদবপুর আসনে লড়বেন সায়নী ঘোষ, কলকাতা উত্তর আসনে লড়বেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণ আসনে লড়বেন মালা রায়, হাওড়া আসনে লড়বেন প্রসূন বন্দ্যোপাধ্যায় Continue Reading