Bangla24X7 Desk :  ত্রিপুরায় মানিকের শপথে এল না তিপ্রা, বয়কট বাম-কংগ্রেসের। হিমন্ত শর্মার জোট বার্তা ব্যর্থ? ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে গরহাজির রইল তিপ্রা মোথা। আমন্ত্রণ জানানো হলেও ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিল বিরোধী বাম ও কংগ্রেস। বুধবার মোদি-শাহের উপস্থিতিতে শপথ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। একইসঙ্গে শপথবাক্য পাঠ করলেন সে রাজ্যের আরও ৮ বিধায়ক। এবারের মন্ত্রিসভায় বাদ পড়েছেন গতবারের অনেকে। বদলে ক্যাবিনেটে এসেছে নতুন ৪ মুখ।

এদিন দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডা: মানিক সাহা। রাজ্য মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মোট নয়জন। এর মধ্যে চারজন নতুন মুখ। মন্ত্রিসভায় নতুন এলেন- টিংকু রায়, সুধাংশু দাস, বিকাশ দেববর্মা এবং শুক্লাচরণ নোয়াতিয়া। গতবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন রামপদ জমাতিয়া, রামপ্রসাদ পাল, মনোজকান্তি দেব এবং ভগবান দাস। ১২ সদস্যের মন্ত্রিসভায় ৯ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। খোদ উত্তরপূর্ব ভারতের এনডিএ জোটের আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলে দিচ্ছেন, প্রয়োজন পড়লে তিপ্রা মথার সঙ্গে কাজ করতে তাঁর আপত্তি নেই। কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানে তিপ্রার প্রতিনিধির অনুপস্থিতি জোটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন বিবেকানন্দ ময়দানে ত্রিপুরার শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মেঘালয় এবং নাগাল্যান্ডের নতুন নিযুক্ত মুখ্যমন্ত্রীরা, সাংসদ বিপ্লবকুমার দেব, রেবতী মোহন-সহ অন্যরা। মুখ্যমন্ত্রী-সহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সত্য দেবনারায়ণ আর্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *