Bangla24x7 Desk : AC Mechine ‘TON’ Meaning : ওজন নয় কিন্তু! এসিতে ‘টন’ শব্দের আসল অর্থ কি জানেন ? আজকাল আমাদের সকলের বাড়িতেই কম বেশি এসি ব্যবহার হয়ে থাকে। আবার কর্মক্ষেত্রেও আমরা এসি ব্যবহারে সুফল পাই। তবে এসি কেনার সময় একটা জিনিস আমরা বিবেচনা করি সেটা হল টন অর্থাৎ কত টনের এসি আমরা কিনতে চাই ? এক টন , দেড় টন , দুই টন – এসিতে টন কথাটির আসল অর্থ কি জানেন ? না! একবারের জন্যেও ভাববেন না, যে এটি এসি মেশিনের ওজনকে নির্দেশ করছে ! এই ভাবনা কিন্তু একেবারেই ভুল। তাহলে টন শব্দের আসল অর্থ কি ? এসি কেনার আগে জেনে নিন সঠিক তথ্য।
দোকানে এসি কিনতে গেলে আমরা প্রথমেই যে প্রশ্নের সম্মুখীন হই যে , কত টনের এসি আমরা কিনতে চাই ? মানুষ টন বলতে ওজন বুঝতে পারে। তবে টন শব্দের আসল অর্থ কিন্তু ওজন নয়। বছরের পর বছর ধরে এসি ব্যবহারকারীরাও বলতে পারেন না সঠিক অর্থ। আসলে টন হলো এমন একটি শব্দ যা এয়ার কন্ডিশন মেশিন এক ঘন্টার মধ্যে আপনার বাড়ি থেকে কত তাপ অপসারণ করতে পারে সেই বিষয় নির্দেশ করে। অর্থাৎ HVAC (হিটিং, ভেন্টিলেশান, এয়ারকন্ডিশনিং) – সোজা কথায় টন একটি এসির শীতল করার ক্ষমতা নির্দেশ করে। টন যত বেশি হবে তত ঘরের ভিতর ঠান্ডা বাতাস থাকবে আপনি তত ভালো এসির সার্ভিস পাবেন।
AC Mechine ‘TON’ Meaning : ওজন নয় কিন্তু! এসিতে ‘টন’ শব্দের আসল অর্থ কি জানেন ?
Read Shah Rukh Khan Passport : ভারতীয়দের পাসপোর্ট নীল! শাহরুখের পাসপোর্ট কেন মেরুন রঙের ?More :
আচ্ছা আপনি জানেন কি কোন ঘরের জন্য কত টন এসি প্রয়োজন ? যেমন ধরুন দেড় টন এসি ১৩০ থেকে ২০০ বর্গফুট ঘরের জন্য প্রযোজ্য। আবার ২৫০ থেকে ৩০০ বর্গফুটের জন্য কিন্তু প্রয়োজন ২ টন এসি। এর থেকে আরও বেশি বর্গফুটের ভর হলে স্বাভাবিকভাবে একটি ঘরে অনেকগুলি এসেই প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনি বিবেচনা করে এসি কিনবেন। মানুষ টন বলতে ওজন বুঝতে পারে। এই প্রসঙ্গে জেনে রাখুন , এক টনের এসি প্রতি ঘন্টায় ১২ হাজার বিটিইউ বাতাস অপসারণ করতে পারে। বিটিউইউ হল ব্রিটিশ তাপীয় ইউনিট।