Bangla24X7 Desk : রাজ্যজুড়ে সম্প্রতি শিশুমৃত্যুর ঘটনার প্রতিবাদে স্বাস্থ্যভবন অভিযান করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি নেতা, কর্মীরা। হাত কাটল বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পলের। গ্রেপ্তারও করা হয় তাঁকে। অগ্নিমিত্রা পলের পাশাপাশি অভিযানে নেমে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন আরও বেশ কয়েকজন। স্বাস্থ্যভবনের ব্যারিকেড ভেঙে তাঁরা এগোনোর চেষ্টা করলে পুলিশ বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ। তাঁদের প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। সল্টলেকে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তীর নেতৃত্বে মিছিল স্বাস্থ্যভবনের কাছাকাছি গেলে তা আটকে দেয় পুলিশ।

অ্যাডিনো ভাইরাসের দাপট বাড়ছে রাজ্যে। বিভিন্ন সরকারি হাসপাতালে শিশুমৃত্যু চলছে। শুক্রবারও ৩ শিশুর মৃত্যু হয়েছে বি সি রায় হাসপাতালে। বাচ্চাদের জ্বর-শ্বাসকষ্টের সমস‌্যা কমছে, কলকাতা-সহ রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালের তথ‌্য দেখে এমনটাই অভিমত স্বাস্থ‌্যদপ্তরের। মেডিক‌্যাল কলেজ থেকে ব্লকস্তর পর্যন্ত সব হাসপাতালে ফিভার ক্লিনিক রাত-দিন খোলা। পালা করে কাজ করছেন শিশুরোগ বিশেষজ্ঞ। কিন্তু তারপরও থামছে না শিশুমৃত্যুর ঘটনা। আর এতে স্বাস্থ্যদপ্তরের গাফিলতির অভিযোগ তুলেছে রাজ্যের বিরোধী দল। চিকিৎসা যথাযথ হচ্ছে না বলে অভিযোগ তাদের। এর প্রতিবাদে এদিন স্বাস্থ্যভবন ঘেরাও অভিযান চালায় বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *