Bangla24x7 Desk : শুধু আমেরিকা-কানাডা-লাতিন আমেরিকা নয়, রহস্যজনক বেলুনের দেখা মিলেছিল ভারতের আকাশেও! তবে এদেশের মূল ভূখণ্ড নয়, ২০২২ সালে রহস্যজনক বেলুন দেখা গিয়েছিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের আকাশে। কৌশলগতভাবে নয়াদিল্লির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার জন্য বঙ্গোপসাগরের নির্দিষ্ট এলাকা ব্য়বহার করে ভারত। আর এই দ্বীপপুঞ্জ সেই এলাকার খুবই কাছে অবস্থিত। আবার এদেশ থেকে চিন ও দক্ষিণ এশিয়ার অন্যান্য় দেশে পণ্য রপ্তানির জন্য ব্য়বহৃত মালাক্কা প্রণালির খুব কাছে অবস্থিত এই দ্বীপপুঞ্জ। সেই দ্বীপপুঞ্জের আকাশে রহস্যজনক বেলুনের দেখা মেলা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ।
সেই বেলুন কে পাঠাল, কী উদ্দেশে পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখার আগেই বেলুনটি বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিমে দিকে উড়ে যায় বলে সূত্রের খবর। সম্প্রতি বেলুন কাণ্ড নিয়ে বিশ্বজুড়ে হইচই হওয়ার পরই এই তথ্য প্রকাশ্যে এসেছে। ভবিষ্যতে এধরনের ঘটনা ঘটলে প্রতিরক্ষা মন্ত্রক কী পদক্ষেপ করবে তা নিয়েও নতুন প্রোটোকল তৈরি হচ্ছে বলে খবর। সাম্প্রতিক গোটা বিশ্বজুড়ে এধরনের ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এবার থেকে এধরনের বেলুন দেখা গেলে তা গুলি করে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে আমেরিকার মতো উচ্চমানের ক্ষেপণাস্ত্র নয়, পণ্য পরিবাহী বিমানে মেশিনগান যুক্ত করে নিশানা করা হবে বেলুনটিকে। অথবা যুদ্ধবিমান ব্যবহার করা হবে। সবমিলিয়ে সতর্ক থাকছে প্রতিরক্ষা মন্ত্রক।