Bangla24x7 Desk : ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। ভারতীয় দলে তাঁর বদলে এলেন উমরান মালিক। সোমবার শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা মামলার রায়ে দেয় আলিপুর জেলা ও দায়রা আদালত। ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় দল থেকে বাদ পড়লেন শামি। তাঁকে এবং মহম্মদ সিরাজকে বাদ দিয়েই প্রথম একাদশ ঘোষণা করলেন রোহিত শর্মা।
শামি এবং সিরাজের বদলে দলে উমরান মালিক এবং যুজবেন্দ্র চহাল। অর্থাৎ দলে এক মাত্র পেসার উমরান। তাঁর সঙ্গে পেস আক্রমণ সামলাবেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর এবং হার্দিক পাণ্ড্য। অনেক দিন পর ভারতের প্রথম একাদশে কুল-চা জুটি। কুলদীপ যাদব এবং যুজবেন্দ্রের সঙ্গে স্পিন আক্রমণে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
এক দিনের সিরিজ় জিতে নিয়েছে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তাই পরীক্ষা নিরীক্ষার পথে রোহিত। দলের প্রধান দুই পেসারকেই বসিয়ে দিয়েছেন তিনি। আগের ম্যাচেই বলেছিলেন যে, শামি এবং সিরাজকে অতিরিক্ত ব্যবহার করতে চান না। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। যে সিরিজের উপর নির্ভর করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দল খেলবে। সেই সিরিজে বোলারদের তরতাজা রাখতে চাইছেন রোহিত। তাই মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচে শামিদের দলের বাইরেই রাখলেন ভারত অধিনায়ক।