Bangla24X7 Desk : দ্বিতীয় দিনে অভিনেতা বনি সেনগুপ্তকে আড়াই ঘণ্টা জেরা করলেন ইডি আধিকারিকরা। বেশ কিছু নথি জমা দিতে হয়েছে অভিনেতাকে। জেরা শেষে বেলা ২ টো বেজে ১৫ মিনিট নাগাদ ইডি দপ্তর থেকে বের হন বনি। বললেন, “আশা করি আর ডাকবে না।” এদিন নির্ধারিত সময়ের খানিকটা আগেই একটি ফাইল হাতে ইডি দপ্তরে পৌঁছন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বনি। বিস্তারিত না জানালেও এদিন বনি বলেন, “আমার কাছে গাড়ি ও এসএসসি দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সঙ্গে লেনদেনের তথ্য চেয়েছিল ইডি। আমার কাছে যা ছিল সব এনেছি। ইডিকে দিয়ে গেলাম।”
টাকা প্রসঙ্গে বলেন, “সব আমার টাকা। আমি সমস্ত নথি দিয়ে গেলাম।” পাশাপাশি তিনি জানান, তাঁর ধারণা আর ইডি জেরার মুখোমুখি হতে হবে না তাঁকে।রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে ৪০ লক্ষ টাকায় একটি গাড়ি কিনেছিলেন বনি। সেই লেনদেনের সূত্রেই তাঁকে তলব করেছিল ইডি। সেই টাকা তিনি ফেরত দেবেন কি না, বিদেশযাত্রার অর্থ তাঁর কি না, এই প্রশ্ন ধেয়ে আসে। জবাবে মঙ্গলবার বনি বললেন, ‘‘ওই সব টাকা আমার দাদা, আর কারও নয়।’’ কুন্তলের দেওয়া ওই টাকা পারিশ্রমিক হিসাবে পেয়েছিলেন বলে আগে দাবি করেছিলেন বনি।