Bangla24x7 Desk : ফের অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সূত্র অনুযায়ী, মঙ্গলবার রাতে অভিনেত্রীকে ভরতি করা হয়েছে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার। কোমায় রয়েছেন তিনি। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন ঐন্দ্রিলা।
সম্প্রতি ক্যানসার জয় করে ফের অভিনয়ে ফিরেছেন ‘জিয়নকাঠি’ ধারাবাহিকের অভিনেত্রী। কয়েকদিন আগে ‘ভাগাড়’ ওয়েব সিরিজ এবং ‘ভোলে বাবা পার করেগা’ ছবিতেও দেখা অভিনয় করেছেন ঐন্দ্রিলা। ক্যানসার থেকে সুস্থ হয়ে নিয়মিত কাজও শুরু করেছিলেন অভিনেত্রী। তার মাঝেই হঠাৎ করে এই বিপত্তি। হাসপাতাল সূত্রের খবর, আপাতত চিকিৎসকের কড়া নজরে রয়েছেন তিনি। আগামী ৪৮ ঘণ্টা না কাটলে অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে তেমন কিছু বলতেই চাইছেন না চিকিৎসকরা। আপাতত অভিনেত্রীর শরীরের এক দিক পুরো অসাড়। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছেন বলে জানা গিয়েছেন।
কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হার মানিয়েছেন অভিনেত্রী।