Bangla24x7 Desk : ভীত না হলেই গঠিত হবে অখণ্ড ভারত। ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। আরএসএস প্রধান এদিন আরও বলেন, অখণ্ড ভারত তৈরির জন্য বর্ণের বিভেদ ভুলতে হবে আমাদের। হাজার বিভিন্নতা থাকলেও জোর দিতে হবে জাতীয় ঐক্যে।
রবিবার নাগপুরে ‘উত্তিষ্ঠ ভারত’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান। সেখানেই অখণ্ড ভারত নিয়ে নিজের মতামত দেন তিনি। বলেন, “ভারত অহিংসার পূজারি, দুর্বলতার নয়। অখণ্ড ভারতের প্রসঙ্গ উঠলেই মানুষ ভয় পেয়ে যায়। প্রশ্ন করে কবে হবে ? ভয় পাওয়া বন্ধ করলেই অখণ্ড ভারত তৈরি হবে।”
মুঘল ও ইংরেজ শাসনে ভারতের ক্ষতি হয়েছে বলেও মনে করে আরএসএস। এদিন ফের একবার সেই সুর শোনা গেল সংঘপ্রধানের কণ্ঠে। তিনি জানান, ভারতবাসীকে ঠিকভাবে ইতিহাস পড়ানো হয়নি। এমন অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে, যা সঠিকভাবে শেখানোই হয়নি। যেমন সংস্কৃত ব্যাকরণের জন্ম কীভাবে, এই প্রশ্ন আমরা কখনও কি তুলেছি?”
এদিন সামাজিক বিভাজনের প্রসঙ্গ তোলেন আরএসএস প্রধান। তাঁর কথায়, ধর্ম-বর্ণকে অকারণে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে মানুষে মানুষে বিভাজন তৈরি হয়েছে। এদিন সম্পূর্ণ অন্য কথা বলেন ভাগবত। তিনি বলেন, “দেশের সব ভাষাই জাতীয় ভাষা। সব জাতির মানুষ আমার নিজের লোক।” বস্তুত ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সংঘ লাইন থেকে খানিক সরে নিজের বক্তব্যে জাতীয় ঐক্যকে গুরুত্ব দিলেন আরএসএস প্রধান।