Bangla24x7 Desk : আল কায়দার মথুরাপুর মডিউল ? এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ধৃত শিক্ষক আজিজুল ও তার ছাত্র মনোউদ্দিন ওরফে মনিরুদ্দিনকে মুখোমুখি বসিয়ে জেরা করছে কলকাতা পুলিশের এসটিএফ । তদন্তে লালবাজারের গোয়েন্দাদের বড় হাতিয়ার শিক্ষক ও ছাত্রের মোবাইল। সেগুলি পরীক্ষা করে এসটিএফ আধিকারিকদের সংশয় তৈরি হয়েছে। এর আগে ডায়মন্ড হারবার অঞ্চলের একটি গ্রামে আল কায়দার ‘প্রশিক্ষণ শিবির’ চালু হয়েছিল বলে গোয়েন্দাদের কাছে খবর আসে।
আল কায়দা সন্দেহে মথুরাপুরের দুই যুবক গ্রেপ্তার হওয়ার পর কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের মতে, গোটা দক্ষিণ ২৪ পরগনা জুড়েই ছড়িয়ে পড়েছে জঙ্গি সংগঠন ভারতীয় আল কায়দা তথা আনসারউল্লা বাংলা টিম নেটওয়ার্ক। এমনকী, মথুরাপুরেও আল কায়দা নতুন করে মডিউল তৈরির প্রস্তুতি নিচ্ছিল, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনায় গ্রেপ্তার কলেজ পড়ুয়া। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃত যুবক জঙ্গি নিয়োগ সহ নকল পরিচয় পত্র তৈরিতে সিদ্ধহস্ত , খবর এসটিএফ সূত্রে। জঙ্গি সংগঠনের কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে। গত শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর থেকে সন্দেহভাজন কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করল এসটিএফ।