Bangla24x7 Desk : মন্দিরে ভিক্ষা করে যাবতীয় উপার্জন , জীবনের সঞ্চয় ১ লক্ষ টাকা জগন্নাথ মন্দিরেই দান ভিক্ষুকের। এমন ঘটনা ওড়িশার ফুলবনীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে। টুলু বেহারা করে দেখালেন। গত কুড়ি বছর ওখানেই ভিক্ষা করছেন। বয়স হয়েছে। গোটা ঘটনায় হতবাক খোদ ফুলবনীর জগন্নাথ মন্দির কমিটি।

টুলু আদতে কটকের বাসিন্দা। প্রেমের সম্পর্কের পর প্রফুল্ল বেহারাকে বিয়ে করেন তিনি। কিন্তু কয়েক বছর পরেই মৃত্যু হয় প্রফুল্লর। এরপর একটা সময় থেকে ফুলবনীর বিখ্যাত জগন্নাথ মন্দির চত্বরে ভিক্ষা করা শুরু করেন টুলু। এভাবেই কেটে গিয়েছে ২০ বছর। ভিক্ষার উপার্জন থেকে কিছু টাকা সরিয়ে পোস্ট অফিসে সঞ্চয় করতেন টুলু। সম্প্রতি জানতে পারেন সঞ্চয় ১ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়েছে। এরপরেই সিদ্ধান্ত নেন, যেখানে থেকে পেয়েছেন সেখানেই ফিরিয়ে দেবেন যাবতীয় সঞ্চয়। কৃতজ্ঞচিত্তে নিবেদন করবেন ঈশ্বরকে।

টুলুর যুক্তি, জীবনের অধিকাংশ কেটে গিয়েছে। ওই টাকার প্রয়োজন নেই। ফুলবনী জগন্নাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট সুনাসির মহাপাত্র বলেন, উনি জোর করায় কমিটি অর্থ গ্রহণ করতে বাধ্য হয়। ধনু সংক্রান্তির দিন অর্থদান পর্ব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *