Bangla24x7 Desk : ধোপে টিকল না বিগত লোকসভা নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের তোলা অভিযোগ ৷ লোকসভা নির্বাচনের আগে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বড়সড় স্বস্তি পেলেন অভিনেতা-তৃণমূল সাংসদ দেব৷ নিয়োগ দুর্নীতি মামলায় ক্লিনচিট দেওয়া হল ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে ৷ নিয়োগ দুর্নীতিতে যুক্ত দেব – CBI রিপোর্টের ভিত্তিতে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ক্লিনচিট পেলেন ঘাটালের সাংসদ।
ঐ অডিও ক্লিপ জমা পড়ে সিবিআইয়ের কাছে। সেই ক্লিপের ভিত্তিতে দেবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বাপ্পাদিত্য ঘোষ নামে জনৈক ব্যক্তি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, দেবের বিরুদ্ধে ওই অডিওকে কেন্দ্র করে সিবিআইয়ের কাছে যে অভিযোগ এসেছে, সেটা নিয়ে অবস্থান জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আদালতে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিল সিবিআই৷ আদালতকে জানিয়ে দিল , দেবকে জড়িয়ে যে অভিযোগ উঠেছিল তা ভিত্তিহীন। সিবিআই ভাইরাল অডিও নিয়ে তদন্ত এগোতে চায় না।
প্রসঙ্গত, অভিযোগ ওঠার সময়েই দেব দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এমন অভিযোগ আনা হচ্ছে, যার কোনও সারবত্তা নেই৷ দেব দাবি করেছিলেন, ‘‘এই ভাইরাল অডিও নিয়ে আমি এফআইআর করছি। ফেক অডিও বানানো হচ্ছে। যারা বানাচ্ছে, তাদের চিহ্নিত করতে ইডি, সিবিআই, এফবিআই যেখানে যা আছে, ডাকা হোক।’’ সিবিআই রিপোর্ট দেখে মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।