Bangla24x7 Desk : বছরের শুরুতেই রাজ্যে বিজেপির হাই ভোল্টেজ ক্যাম্পেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ , নাড্ডা কেউ বাদ নেই। উত্তর থেকে দক্ষিণবঙ্গে সভা ও কর্মী সম্মেলন করবেন তারা। বিজেপি সূত্রে জানা গিয়েছে , জানুয়ারি মাসে বিজেপির প্রবাস কর্মসূচিতে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ৭ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে শুভেন্দু অধিকারীকে নিয়ে সভা ও সাংগঠনিক কর্মসূচি করবেন নাড্ডা। পরের দিন কলকাতায় জাতীয় গ্রন্থাগারে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক।
১৭ জানুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুব্রতর খাস তালুকে সভা করবেন শাহ। বীরভূমের সিউড়িতে শাহের সভার জন্য আজ সভার মাঠ পরিদর্শন করেছেন সাংসদ ও বীরভূমের দায়িত্বপ্রাপ্ত লকেট চট্টোপাধ্যায়। রাজ্যে শাহের একদিনের প্রবাস কর্মসূচিতে একদিনে শাহের দুটি সভা করার কথা। একটি বীরভূৃমের সিউড়িতে অন্যটি হুগলির আরামবাগে। শাহের দিল্লি ফেরার ৪৮ ঘন্টা পরেই উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী।
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন , রাজ্যে দলের প্রবাস কর্মসূচিতে অংশ নিয়ে ১৯ শে জানুয়ারি শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্যে ঝাঁপিয়ে পড়াকে প্রকাশ্যে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কূণাল ঘোষ বলেন, ”ওরা যত আসবে তত ভাল। ওদের দেখিয়ে কেন্দ্রের জনবিরোধী নীতিগুলো প্রচার করতে সুবিধা হবে। পেট্রল , ডিজেলের দাম , বেকারত্ব বাড়ছে কেন ? রাজ্যের বকেয়া টাকা আটকে রাখার কথা বলবেন ? ২০১৯ , ২০২১ এর আগেও নরেন্দ্র মোদী, অমিত শাহরা এ রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি করেছেন। রাজনৈতিক পর্যটন করতে আসছেন। ফল একই হবে। ”
বিজেপির কর্মসূচিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দলীয় সংগঠনকে মাঠে নামতে নির্দেশ মমতা , অভিষেকের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় রাজ্যের প্রকল্প নিয়ে আগামী ২ মাসের মধ্যে রাজ্যের ২ কোটি পরিবারের দুয়ারে দুয়ারে যাবার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, কেন্দ্র ও রাজ্যের ১০০ নেতা তালিকা তৈরি করেছে বিজেপি। যারা প্রত্যেকে ১০ টি করে অঞ্চলকে লোকসভা ভোটের জন্য তৈরি করবেন। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল, বিজেপির এই কর্মসূচিকে প্রচার সর্বস্ব আস্ফালন এবং আয়নায় মুখ দেখাদেখির রাজনীতির সঙ্গে তুলনা করে সিপিএম দাবি করেছে , ভোট দিতে পারলে মানুষ আসন্ন পঞ্চায়েতে এদের দুজনকেই সমুচিত জবাব দেবে।