Bangla24x7 Desk : অরুণাচলে ভেঙে পড়ল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারে যে যাত্রীরা ছিলেন, তাঁদের খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে। তবে দুর্ঘটনাগ্রস্ত এলাকাটি খুবই দুর্গম হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার। দুবারই অরুণাচলে ভেঙেছে সেনার হেলিকপ্টার।
জানা গিয়েছে, শুক্রবার সকালে অরুণাচলের টুটিং এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি ভেঙে পড়ে। গুয়াহাটির প্রতিরক্ষা পিআরওর তরফে জানানো হয়েছে, লিকাবলি এলাকা থেকে টেক অফ করেছিল ওই হেলিকপ্টারটি। তারপর হঠাৎ সিংগিং গ্রামের কাছে ভেঙে পড়ে সেনার চপার। তবে ওই হেলিকপ্টারে কে কে ছিল, সেই বিষয়ে কিছু বলা হয়নি সেনার তরফে। জানা গিয়েছে , কেবলমাত্র একটি ঝুলন্ত সেতুর সাহায্যেই ঘটনাস্থলে যাওয়া যায়। ভারতীয় সেনা ও বায়ুসেনার যৌথ উদ্যোগে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
ঘটনার কথা জেনে টুইট করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। তিনি লিখেছেন, “ভারতীয় সেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ভেঙে পড়ার খবরে আমি খুবই চিন্তিত। অরুণাচল প্রদেশের এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমার সমবেদনা রইল।” প্রসঙ্গত, চলতি অক্টোবর মাসের ৫ তারিখে একইরকম ভাবে ভেঙে পড়েছিল সেনার একটি হেলিকপ্টার। সেখানে মৃত্যু হয় হেলিকপ্টারের চালকের।