Bangla24x7 Desk : SSC নিয়োগ দুর্নীতিতে ইডি’র জালে আরও এক মিডলম্যান। ধৃত সুব্রত মালাকার, উত্তর ২৪ পরগনার সোদপুরের রাজেন্দ্র পল্লির বাসিন্দা। সোমবার সকাল থেকে একটানা প্রায় সাত ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টর। সূত্রের খবর, বয়ানে অসংগতি থাকায় গ্রেপ্তার করা হয় সুব্রতকে।
সোমবার সকালে ইডি আধিকারিকরা সোদপুরের রাজেন্দ্র পল্লিতে হানা দেন। সুব্রত মালাকারের বাড়ি ‘স্নেহদিয়া’য় পৌঁছন আধিকারিকরা। সেই সময় বাড়িতে ছিলেন না সুব্রত। সূত্রের খবর, স্ত্রীকে দিয়ে ফোন করে বাড়িতে ডেকে আনা হয় তাঁকে। এরপর শুরু হয় তল্লাশি। প্রায় সাত ঘণ্টা পর বেলা তিনটে নাগাদ গ্রেপ্তার করা হয় সুব্রত।
সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসাবে কাজ করতেন সুব্রত। তাঁর একাধিক ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। ওই অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আদান প্রদান হয়েছে বলেই জানা গিয়েছে। ওই বিপুল টাকার উৎস কী, তা নিয়ে প্রশ্ন করা হয় সুব্রতকে। তবে স্পষ্ট জবাব দিতে পারেননি তিনি। পরিবর্তে একাধিকবার নানা উত্তর সুব্রত দিয়েছেন বলেই খবর। ইডি সূত্রে খবর, সে কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত জুলাই মাসের শেষ সপ্তাহে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি প্রাক্তন মন্ত্রী ‘ঘনিষ্ঠে’র দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করে। এছাড়া বিদেশি মুদ্রা, সোনার গয়নাগাটি বাজেয়াপ্ত করা হয়। এরপর নিয়োগ দুর্নীতিতে দু’জন মিডলম্যানও গ্রেপ্তার হয়। তাদের জেরা করেই সুব্রত মালাকারের খোঁজ পাওয়া গিয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও গ্রেপ্তারি প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে সুব্রত মুখ খুলতে নারাজ। সোদপুরের বাড়ি থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমকে কার্যত এড়িয়ে যান তিনি।