Bangla24x7 Desk : আবারও লাইনচ্যুত মালগাড়ি। এবার ঘটনাস্থল মালদহ। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরের ঘটনা। এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি। তেল বোঝাই মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, ইতিমধ্যে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা রওনা দিয়েছেন ঘটনাস্থলে। এদিন সকাল পৌনে ১১টার সময় তেল বোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়।

গত কয়েকদিনে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে রেলে। এই নিয়ে ২ মাসে পরপর ৫টি দুর্ঘটনা ঘটল। প্রসঙ্গত, গত ১৭ জুন রাঙাপানিতে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সেই ঘটনায় মালগাড়ির চালকসহ অন্তত ১০জনের মৃত্যু হয়েছিল। মাত্র দেড় মাসের ব্যবধানে সেই জায়গাতে ফের ঘটেছিল দুর্ঘটনা। চক্রধরপুর এলাকায় মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয় হাওড়া-মুম্বই এক্সপ্রেস। দু’জন যাত্রী মারা গিয়েছিলেন। জখম হয়েছিলেন একাধিক জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *