Bangla24x7 Desk : কয়েকদিন আগে বিধানসভায় গঙ্গা পাড় ভাঙন রোধ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। বলেছিলেন , ভাঙন রুখতে রাজ্যকে টাকা দিক কেন্দ্র। শাসক-বিরোধী একজোট হয়ে একটি টিমকে এই প্রস্তাব নিয়ে পাঠানো হোক দিল্লিতে।  সেই বিষয় প্রস্তাব আনে শাসক দল। স্পিকারের কাছে প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। বিজেপি মুখ্য সচেতক মনোজ টিগ্গা প্রস্তাবটি সমর্থন করেন। তিনি বলেন, “এই প্রস্তাব খারাপ নয়। আমাদের কোনও আপত্তি নেই। আমাদের রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। তবে রাজ্যের উন্নয়নের জন্য একজোটে প্রস্তাব আনতে কোনও আপত্তি নেই। এ নিয়ে আলোচনা করব বিরোধী দলনেতার সঙ্গে। আমরা নিশ্চয় চাইব রাজ্যের উন্নয়ন। আমাদের সহযোগিতা থাকবে।”

১২ জনের প্রতিনিধি দল তৈরি করে দিল্লি যেতে বলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার প্রস্তাব পাশ করার সময় বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, এই সময় মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা থাকলে ভাল হত। প্রাক্তন সেচ মন্ত্রী মানস ভূইয়া বলেন, সংবেদনশীল বিষয়। আমি নিজে প্রণব মুখোপাধ্যায়ের কাছে দায়িত্ব পেয়ে দিল্লি গিয়ে এ নিয়ে কাজ শুরু করি। এটা নিয়ে এখনই কাজ না শুরু করলে মালদহ, মুর্শিদাবাদ গঙ্গার তলায় চলে যাবে। সুন্দরবনের ১০ হাজার কিলোমিটারের মধ্যে ২ হাজার কিলোমিটার ইতিমধ্যে ডুবে গিয়েছে। চলুন আমরা একসঙ্গে দিল্লি যাই। বাংলা বাঁচাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *