Bangla24x7 Desk : অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে টাকার পাহাড়। বুধবার তৃণমূল নেতা, তাঁর মেয়ে-সহ একাধিক আত্মীয়র ফিক্সড ডিপোজিটের হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। যেখানে অন্তত ১৭ কোটি টাকা রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বোলপুরের শাখায় থাকা ওই ফিক্সড ডিপোজিটগুলি ছিল বলে খবর। তদন্তকারী আধিকারিকদের সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া ফিক্সড ডিপোজিটগুলির মোট আর্থিক মূল্য ১৬ কোটি ৯৭ লক্ষ টাকা। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সন্দেহ, গরু পাচার মামলায় যে কোটি-কোটি টাকা লেনদেন হয়েছে। সেই অর্থেরই কিছু অংশ ফিক্সড করা ছিল এই অ্যাকাউন্টগুলিতে।
সিবিআই সূত্র মারফত আরও জানা গিয়েছে , অনুব্রত মণ্ডল ছাড়া বাকি যাদের নাম রয়েছে, তাঁদের আগামী কয়েকদিনের মধ্যে ডেকে প্রশ্ন করা হতে পারে। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। গরুপাচার কাণ্ডের তদন্তে অসহযোগিতার অভিযোগে সম্প্রতি তাঁকে গ্রেফতার করেছিলেন সিবিআই গোয়েন্দারা। যাঁদের নাম রয়েছে এই ফিক্সড ডিপোজিটগুলিতে তাঁদের এই বিশাল অঙ্কের টাকা কীভাবে এল, সেই সংক্রান্ত বিষয়ে জানতে চাইতে পারেন সিবিআই গোয়েন্দারা। উল্লেখ্য, এর আগেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনের বিশাল অঙ্কের সম্পত্তির খোঁজ পেয়েছেন সিবিআই আধিকারিকরা।