Bangla24x7 Desk : সিবিআইয়ের পর এবার ইডি গ্রেপ্তার করল অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে। তবে কী সায়গল হোসেনের মত অনুব্রতকেও দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হবে, ক্রমশ জোরাল হচ্ছে জল্পনা। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন, অনুব্রতকন্যা সুকন্যাকে ইতিমধ্যেই দিল্লিতে জেরা করেছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। তাঁদের জিজ্ঞাসাবাদ করে গরুপাচার মামলায়  আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নয়া তথ্য মিলেছে।

বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে সড়কপথে আসানসোলে রওনা দেন ইডি’র তদন্তকারীরা। সাড়ে ১১টা নাগাদ ল্যাপটপ, প্রিন্টার ও প্রচুর নথি-সহ আসানসোল বিশেষ সংশোধনাগারে ঢোকেন তিন তদন্তকারী আধিকারিক। তাঁদের সঙ্গে ছিল ভিডিওগ্রাফির যন্ত্রপাতি। বিপুল পরিমাণ সম্পত্তির উৎস সম্পর্কে জানতে নানা প্রশ্ন করা হয় অনুব্রতকে। কীভাবে আর্থিক লেনদেন চলত, এর সঙ্গে লটারির কোনও যোগ রয়েছে কিনা, তাও জানার চেষ্টা করে ইডি। একটানা প্রায় সাড়ে পাঁচঘণ্টা ধরে জেরার পর গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *