Bangla24x7 Desk : প্রখর গ্রীষ্মে রক্তের সঙ্কট নিরসনে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়ে রক্তদান শিবিরের আয়োজন তো অনেক জায়গাতেই করা হয়। কিন্তু কারা রক্তদানের জন্য উপযুক্ত আর কারা নয় ? সেই বিষয়ে রয়েছে বেশ কিছু নির্দেশিকা। প্রশ্ন হচ্ছে , ডায়াবেটিস রোগীরা কি রক্তদানের জন্য উপযুক্ত ? কি বলছেন চিকিৎসকরা ?বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকলে এবং রোগীর কোনও সমস্যা না থাকলে রক্ত দান করা যেতে পারে। তবে রক্তদানের আগে ব্লাড প্রেসার, সুগার লেভেল পরীক্ষা করা জরুরি। হৃদরোগের সমস্যা আছে, এমন ডায়াবেটিক রোগীদের রক্তদান করা উচিত নয়। এতে দাতার শারীরিক সমস্যা হতে পারে।
আজকাল অল্প বয়সিরাও ডায়াবেটিসে আক্রান্ত হন। ১৮ বছরের কম বয়সি ডায়াবেটিক রোগীদের রক্ত দান করা উচিত নয়। এতে ওই ডায়াবেটিকের রক্ত যে নেবে, তার সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীরাও রক্তদান করতে পারেন না। তবে রক্ত দান করার সময় যদি ব্লাড প্রেসার লেভেল ঠিক থাকে, তাহলে রক্ত দেওয়া যেতে পারে। দেহের ওজনের উপরেও রক্তদান নির্ভর করে। দেহের ওজন ৫০ কেজির কম হলে এবং হিমোগ্লোবিনের মাত্র কম থাকলে বা হৃৎস্পন্দন অনিয়মিত হলে রক্ত দান করা উচিত নয়। তবে বয়স ১৮ বছরের নীচে এবং ৬০ বছরের উপরে থাকলে রক্ত দেওয়া যায় না। ডায়াবেটিস ছাড়াও কোনও ক্রনিক রোগ থাকলে, হার্ট বা কিডনির সমস্যা থাকলে রক্তদান করা উচিত নয়। সেক্ষেত্রে দাতা এবং গ্রহীতা- উভয়েরই শারীরিক সমস্যা হতে পারে।