Bangla24x7 Desk : অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান বাতিল নিয়ে সরগরম গোটা বাংলা। কারণ, এতে রাজনীতির রং লেগেছে। এসবের মাঝেই অনুষ্ঠান বাতিল কাণ্ডে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তারিখ তুলে ধরে দাবি করলেন বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি।

বৃহস্পতিবার দুপুরে অরিজিতের শো বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন কুণাল ঘোষ। লিখলেন, “অরিজিৎ ‘গেরুয়া’ গেয়েছেন ১৫/১২/২২। আর তাঁর অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা পাঁচ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮/১২/২২।” কুণালের প্রশ্ন, এবার তাহলে গেরুয়া যুক্তি কী করে আসে? সলমনের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সোশ্যাল মিডিয়া পোস্টেই কুণাল ঘোষ জানিয়েছেন, কলকাতায় অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান হবে। তাঁর দাবি, ৯ ডিসেম্বর অরিজিতের টিম অ্যাকোয়াটিকা বুক করার জন্য টাকা জমা করেছে। বৃহস্পতিবার চলছে পরিদর্শন। তবে এনিয়ে আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি বলেই এখনও খবর। সব ঠিক থাকলে ভালভাবেই অনুষ্ঠান হবে। এসবের পাশাপাশি তিনি লেখেন, “সলমন খানকে নিয়ে অনুষ্ঠানটিও ইকো পার্কে বাতিল হয়েছে। সেটি মিলনমেলায় হবে। সেটির আয়োজক ছিল বিধাননগরের মেয়রের পুত্র রাজদীপ। কই বিতর্ক হয়নি তো!” এপ্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনেও মুখ খুলেলন কুণাল।” বললেন, সেলিম, দিলীপরা শকুনের রাজনীতি করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *