Bangla24x7 Desk : পার্থকে অনুসরণ , রামকৃষ্ণ কথামৃত পড়েই মন শান্ত রাখার চেষ্টা করছেন অর্পিতা। আলিপুর মহিলা সংশোধনাগারে আপাতত কথামৃত পড়েই সময় কাটাচ্ছেন অর্পিতা। বুধবার সংশোধনাগারের বাইরে এই কথা জানালেন অর্পিতার আইনজীবী নিজেই।
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির পর আপাতত জেল হেফাজতে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। আগামিকাল বৃহস্পতিবার তাঁকে ফের আদালতে পেশ করা হবে। তার আগে আপাতত রামকৃষ্ণ কথামৃতে মন দিয়েছেন অর্পিতা। আলিপুর মহিলা সংশোধনাগারে বসে মন শান্ত রাখার জন্য রামকৃষ্ণ কথামৃত পড়েই সময় কাটাচ্ছেন তিনি।
শুধু তাই নয়, ইডি সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে সহযোগিতাও করছেন তিনি। মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।