Bangla24x7 Desk : গুজরাটের মোরবিতে সেতু ভেঙে পড়ে ১৪১ জনের মৃত্যুর ঘটনায় হাই কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে মোরবি পুর প্রশাসন। গাফিলতির আরও এক প্রমাণ মিলল এবার। এদিন জেলা আদালতে সেতু বিপর্যয়ের শুনানিতে সরকারি আইনজীবী জানান , ৩০ অক্টোবর দুর্ঘটনার দিন ৩ হাজার ১৬৫টি টিকিট বিক্রি করেছিল সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা। বিপুল পরিমাণ টিকিট বিক্রির কথা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য পড়ে গিয়েছে।
গত ৩০ অক্টোবর গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর উপরে ব্রিটিশ আমলের কেবল সেতু ভেঙে পড়ে। সেই মুহূর্তে ব্রিজে প্রায় ৫০০ জন ছিলেন বলে জানা গিয়েছিল। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে প্রায় ১৪০ জনের দেহ উদ্ধার হয়েছিল। এর পরেই সেতুটির রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে।
জানা গিয়েছিল, সেতু রক্ষণাবেক্ষণের জন্য ওরেভা সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। গত কয়েক মাস ধরে সেতু মেরামতের কাজ চলছিল। এরপরেই তা জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। যদিও কোনও ফিটনেস সার্টিফিকেট ছিল না সংস্থার কাছে। তখনই বিরোধীরা অভিযোগ করেন, বিধানসভা ভোটের লোভে বিপজ্জনক অবস্থাতে সেতু খুলে দেওয়া হয়।
উল্লেখ্য, বহন ক্ষমতা অনুযায়ী সেতুটিতে একসঙ্গে ১২৫ জন উঠতে পারেন। তা ২০০ জন ডিঙিয়ে গেলে বিপদের সম্ভাবনা অবধারিত। যা সেদিন ঘটে। মঙ্গলবার গুজরাটে ভোট প্রচারে গিয়ে মোরবি সেতু বিপর্যয় নিয়ে বিজেপিকে তোপ দাগলেন রাহুল গান্ধী । রাজকোটের সভায় কংগ্রেস নেতা বলেন, অসংখ্য মানুষের মৃত্যুর পরেও মোরবির প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে না, যেহেতু তাঁরা বিজেপির ঘনিষ্ঠ।