Bangla24x7 Desk : ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে আগামী মাসেই। বিজ্ঞপ্তি জারি করে জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। ২৩ নভেম্বরের শিবির থেকে স্কুল গুলির হাতে তুলে দেওয়া হবে এই পরীক্ষার প্রশ্নপত্র।
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী , ২০২৩ সালের ২ থেকে ১০ জানুয়ারির মধ্যে প্রতিটি স্কুলকে প্র্যাকটিক্যালে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর সংসদের আঞ্চলিক দপ্তরে জমা করতে হবে। নির্দিষ্ট নিয়ম মেনেই সংরক্ষণ করতে হবে উত্তরপত্রগুলি। এছাড়া পরীক্ষা পরিচালনা, উত্তরপত্র এবং নম্বর জমা দেওয়া নিয়ে নির্দেশাবলি রয়েছে।
যে পরীক্ষার্থীরা আগে উচ্চমাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করে গিয়েছেন, তাঁদের ফের এই পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই বলেও নির্দেশিকায় জানানো হয়েছে সংসদের তরফে। প্রতি বছর বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আগে হয় , স্কুলের ল্যাবরেটরিতে। সেই নম্বর পাঠাতে হয় সংসদে। এবছরও জানানো হয়েছে, সংসদে উত্তরপত্র পাঠানোর প্রয়োজন নেই, তবে স্কুলে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।