Bangla24x7 Desk : রাজ্য সরকারকে এড়িয়ে পঞ্চায়েতের জন্য সরাসরি টাকা দিক কেন্দ্র। এই দাবি নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের  দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কিন্তু সেই দাবি খারিজ হতেই রাজ্যের পাওনা টাকা আটকানোতেই সায় দিয়েছেন তিনি।

গিরিরাজের সঙ্গে বৈঠকের পরে খোদ দিলীপই একথা জানিয়েছেন। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “বিজেপি দলটা যে বাংলাবিরোধী তা বলার অপেক্ষা রাখে না। না হলে রাজ্যের সাংসদ কখনও বাংলার টাকা আটকে দেওয়ার চেষ্টা করতে পারে! তবে যত তারা এই ধরনের উলটাপালটা কাজ করবে, ততই মানুষের থেকে দূরে সরে যাবে। সাগরদিঘির ফল সামনে এলেই দেখতে পাবেন।”

সামনেই পঞ্চায়েত ভোট। অথচ একশো দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার প্রাপ্য বকেয়া দিতে রাজি নয় কেন্দ্র। তাতে যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে বিপাকে পড়তে হবে তা বুঝতে পেরে বিকল্প রাস্তা খুঁজতে তৎপর হয়েছিলেন দিলীপ। কিন্তু বাংলাকে কোনওভাবেই টাকা দিতে নারাজ কেন্দ্র। একশো দিনের কাজ ও আবাস যোজনা–এই দুই প্রকল্প নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাংলাকে টাকা দেওয়া হবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন গিরিরাজ। একই সঙ্গে রাজ্যকে বাদ দিয়ে সরাসরি টাকা দেওয়া সম্ভব নয়, সেকথাও বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *