Bangla24x7 Desk : Ayurvedic Medical Officer Jobs: রাজ্যে এবার আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সব মিলিয়ে ৩২ টি পদে হবে নিয়োগ। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের সরকারি বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদিক হেলথ সার্ভিসেসের মাধ্যমে এই নিয়োগ হবে।
West Bengal Health Jobs: আবেদনের শেষ তারিখ
এই পদে চাকরির ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এই বিষয়ে অফিশিয়াল সাইটে আরও বিস্তারিত দেওয়া রয়েছে।
Ayurvedic Medical Officer Jobs: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ভারতীয় মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট ১৯৭০-এর আওতায় স্বীকৃত সমতুল্য প্রতিষ্ঠিত কোনও বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদে পাঁচ বছরের ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়াও আবেদনকারীর বাংলা ভাষা (কথ্য ও লিখিত জ্ঞান) থাকতে হবে। এখানেই শেষ নয়, প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক পরিষদের অধীনে আয়ুর্বেদিক মেডিকেল প্র্যাকটিশনারদের রেজিস্ট্রেশন থাকতে হবে।
West Bengal Health Jobs: পছন্দসই যোগ্যতা
১ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদে স্নাতকোত্তর যোগ্যতা।
২ একটি স্বীকৃত আয়ুর্বেদিক ইনস্টিটিউশন বা হাসপাতালে আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের হাউস স্টাফ হিসাবে ছয় মাসের অভিজ্ঞতা।
৩ একটি রেজিস্টার্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।
Ayurvedic Medical Officer Jobs: চাকরিপ্রার্থীর বয়সসীমা
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের বেশি হলে তিনি এই পদে আবেদনের যোগ্য নন। সরকারি নিয়ম অনুযায়ী কিছু ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে।
West Bengal Health Jobs: বেতন কাঠামো
লেভেল 16, সেল 1, ROPA 2019 PB – 4A অনুযায়ী Rs.56100/-, Rs.15,600- 42,000/- গ্রেড পে- ROPA 2009 অনুযায়ী Rs.5,400/।
Ayurvedic Medical Officer Jobs: গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন ও ফি জমার শুরুর তারিখ: ১৬.১২.২০২২ সকাল ১০টা থেকে
অনলাইনে আবেদন এবং ফি প্রদানের শেষ তারিখ: ৩০/১২/২০২২ দুপুর ২ টো পর্যন্ত