Bangla24x7 Desk : মঞ্জুর হয়নি জামিন , বড়দিনে বন্দিদশাতেই পার্থ-সুবীরেশ ভট্টাচার্য সহ মোট ৭ জন। এদিন ব্যঙ্কশাল কোর্টে তোলা হলে অভিযুক্তদের আরও ১৪ দিন জেলা হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রসন্ন রায়, প্রদীপ সিংকে। সেখানেই ধৃতদের জামিনের আবেদন জানানো হয়। শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তুলে আনেন লালন শেখ প্রসঙ্গ। বলেন, “সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব সামনে রাখছে। সিবিআই বলছে এই অভিযুক্তরা জামিন পেলে সমাজের ক্ষতি হবে। তাই জেলে আটকে রাখতে চাইছে। কিন্তু সিবিআই হেফাজতে “খুন” (লালন শেখ প্রসঙ্গ) হয়েছে। তদন্তের ভয়ে হাই কোর্টে গিয়েছে সিবিআই। কিন্তু কেন? সেই প্রশ্ন তোলেন তিনি। তদন্তের নামে ধৃতদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন।