Bangla24x7 Desk : জমি বিবাদের জের ! জ্যান্ত কবরে যাওয়া যুবককে উদ্ধার করল পথের কুকুরের দল। পথকুকুররা শেষপর্যন্ত তারাই প্রাণ বাঁচাল উত্তরপ্রদেশের ২৪ বছরের যুবকের। এমনটাই দাবি তাঁর। ঠিক কী হয়েছিল ? জানা গিয়েছে, অভিযোগকারী যুবকের নাম রূপ কিশোর। তাঁর দাবি, গত ১৮ জুলাই আগ্রার আর্টোনি অঞ্চলে চারজন যুবক অঙ্কিত, গৌরব, করণ ও আকাশ তাঁকে নিগ্রহ করেন। এবং তাঁর শ্বাসরোধ করেন। কিশোর অচেতন হয়ে গেলে তাঁকে মৃত ভেবে কবর দিয়ে দেন অভিযুক্তরা। চেতনা ফিরে পেয়ে কিশোর চেষ্টা করতে থাকেন সেখান থেকে বেরনোর।
এই সময়ই সেখানে হাজির হয় পথকুকুররা। তারা পা দিয়ে মাটি খুঁড়তে থাকে। পরে মুক্তি পান যুবক। এরপর স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। এদিকে পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। ওই চার অভিযুক্ত ছাড়াও আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা তা নিয়েও তদন্ত করছেন তদন্তকারীরা। ২৪ বছরের রূপ কিশোর ওরফে হ্যাপির অভিযোগ, এক সামান্য বিবাদের জেরে, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিয়েছিল চার দুষ্কৃতী। পরে পথকুকুররা, তাঁকে মাটি খুঁড়ে বের করে। যার জেরে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তবে, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আততায়ীদের প্রত্যেকের নাম-পরিচয় দিয়ে, এই ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হলেও, পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রূপকিশোরের পরিবারের।