Bangla24x7 Desk : BJP-র তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একসময় হাতে পদ্মফুল তুলে দিতে চেয়েছিলেন। তা নিয়ে রীতিমতো আলোড়ন পড়েছিল রাজ্য রাজনীতিতে। কামদুনির সেই প্রতিবাদী মুখ কি পঞ্চায়েত নির্বাচনের আগে যোগ দিতে চলেছেন রাজনীতিতে ? ভোটের আগেই কি রাজনীতিতে মৌসুমী ? গন্তব্য কি তৃণমূল? এবার সেই বিষয়ে আলোকপাত করলেন নিজেই। মৌসুমী বলেন, “আন্দোলনের সময় থেকেই রাজনীতি থেকে আমি দূরে থেকেছি। আমাকে সমস্ত দল থেকেই রাজনীতিতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু, আমার লক্ষ্য কামদুনির বিচার পাওয়া। শুধু কামদুনি নয়, দেশের যে প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে গিয়ে আমি বিরোধিতায় সুর চড়াতে চাই।”

তিনি আরও বলেন, “বিধানসভা নির্বাচনের সময় আমার কাছে রাজনীতিতে যোগদানের প্রস্তাব এসেছিল। গ্রামের ‘তৃণমূলের দাদারা’ আমাকে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর প্রস্তাবও দিয়েছেন। কিন্তু, আমি বলেছি এখন কোনও দলে আমি যোগ দেব না। কামদুনির বিচারের জন্য আমার সমস্ত দলকে পাশে চাই। তবে কখনও না কখনও মানুষের কাজ করার জন্য রাজনীতিতে যোগদান করব। একেবারে রাজনীতিতে কখনও যোগদান করব না তা বলছি না। সবকিছুই সময় সাপেক্ষ।”

পদ্মফুল তুলে দিয়েছিলেন তৎকালীন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। সেই সময় এই দাপুটে নেতা অবশ্য বলেছিলেন, “ওরা রাজনীতিতে যোগ দেবে কিনা তা সম্পূর্ণ ওদের বিষয়।” এই প্রসঙ্গেই মৌসুমী কয়াল বলেন, “আমি পদ্মফুলটা হাতেও নিতে চাইনি। আমাকে জোর করে হাতে দিয়েছিলেন। আমাকে তিনি ভয় না পাওয়ার কথা বলেছিলেন। ‘জাতীয় ফুল’ হিসেবে পদ্ম হাতে নিতে কোনও আপত্তি থাকার কথা নয়, বলেছিলেন দিলীপ ঘোষ।” মৌসুমীর সংযোজন, “অন্য কারও থেকে পদ্ম হাতে নিতে পারতাম। কিন্তু, তিনি সেই সময় BJP-র রাজ্যসভাপতি ছিলেন। ফলে তাঁর হাত থেকে পদ্মফুল নিতে পারব না বলেছিলাম। আমি জানিয়েছিলাম সময় আসুক, তারপর আমি রাজনীতি নিয়ে ভাবব।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *