Bangla24x7 Desk : মোটামুটি হিন্দি বলতে পারেন তেমন নেতাদের বাংলা থেকে গুজরাটে ভোটপ্রচারে যেতে বলা হয়েছে। যাতে স্থানীয়দের সঙ্গে সমন্বয়সাধনে সুবিধা হয়। তালিকায় নাম রয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। শুক্রবারই সুকান্তরা গুজরাটে রওনা দেবেন বলে সূত্রের খবর। এর আগে বাংলার আরেক বিজেপি নেত্রী মালদহের ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে গুজরাট বিধানসভা নির্বাচনে সেন্ট্রাল জোনের কো-ইনচার্জ করেছে গেরুয়া শিবির।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্যে ভোটপ্রচারের জন্য ডাকা হয়েছে বঙ্গ বিজেপির নেতাদের। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত গুজরাটের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচার করবেন বঙ্গ বিজেপির নেতারা। মূলত শ্রমিকের কাজ করতে এরাজ্য থেকে গিয়ে গুজরাটের বাসিন্দা হয়ে গিয়েছেন বহু বাঙালি। স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত বহু শ্রমিক বাংলা থেকে মোদির রাজ্যে যান কাজ করতে। মূলত তাঁদের বোঝাতেই ডাকা হচ্ছে বঙ্গ নেতাদের। তবে সামনে যেহেতু রাজ্যের পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তাই বাংলার নেতাদের বেশিদিন গুজরাটে রাখা হবে না বলেই খবর বিজেপি সূত্রের।