Bangla24x7 Desk :  ‘সফল হোক ভারত জোড়ো যাত্রা’- বিজেপির অস্বস্তি বাড়িয়ে রাহুল গান্ধীকে চিঠি দিলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত। উত্তরপ্রদেশে কংগ্রেসের  যাত্রা ঢোকা মাত্র শুভকামনা জানিয়ে চিঠি লিখলেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। যাত্রার সাফল্য কামনা ছাড়াও ‘ভারতের একতা’র মতো ‘মহৎ উদ্দেশ্যে’ যাত্রা করায় কংগ্রেস শীর্ষ নেতার ভূয়ষী প্রশংসা করলেন তিনি। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশানাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ওই চিঠি টুইট করে প্রকাশ্যে এনেছে।

মঙ্গলবার যোগীরাজ্যের গাজিয়াবাদ অতিক্রম করছে ভারত জোড়ো যাত্রা। দলের ছাত্র শাখার টুইটে দেখা যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস গত ৩১ ডিসেম্বরে রাহুল গান্ধী ওই চিঠি লিখেছেন। তিনি লেখেন, “যে লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন আপনি, আশা করি এবং প্রার্থনা করি তা সফল হবে। আপনার দীর্ঘ জীবন কামনা করছি।” সাদা কাগজে হাতে লেখা চিঠিতে সত্যেন্দ্র দাস আরও লিখেছেন, “মহৎ কাজ করছেন আপনি, সর্বজন হিতায়, সর্বজন সুখায়, সাধারণ মানুষের জন্যে, তাঁদের মুখে হাসি ফোটাতে। আশা করি ভগবান রামের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে।”

অযোধ্যার প্রধান পুরহিতের লিখিত শুভকামনা কংগ্রেসকে যেমন অনেকখানি রাজনৈতিক সুবিধা পাইয়ে দিল বলা বাহুল্য। তেমনই গেরুয়া শিবির তীব্র অস্বস্তির মধ্যে পড়ল।যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমল নাথ ফের আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে ভাসিয়ে দিয়েছেন রাহুল গান্ধীর নাম। বছর রাহুল নিজেও বলেন, দেশজুড়ে বিজেপি বিরোধী চোরাস্রোত তৈরি হয়েছে। এরপর রাহুলের প্রধানমন্ত্রিত্বের দাবিকে সমর্থন করে কংগ্রেসকে অক্সিজেন দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *