Bangla24x7 Desk : বউ ভেবে অন্য মহিলাকে চুম্বনের চেষ্টা ? ইদানিং বড় বেশি ‘ভুল’ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু কেন ? কি হয়েছে মার্কিন প্রেসিডেন্টের ? কমলা হ্যারিসকে বলে বসছেন ডোনাল্ড ট্রাম্প তো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সটান পুতিন বলে বসছেন। স্টেজে উঠেও তাঁর অদ্ভুত আচরণ প্রশ্ন তুলেছে নানা মহলে। দেখা গিয়েছে, স্টেজে উঠে নেতাদের থেকে দূরে গিয়ে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পড়েছেন প্রেসিডেন্ট। সেখান থেকে ইশারায় কথাবার্তা বলছেন। অথচ যেদিকে তাকিয়ে কথা বলছেন সেদিকে কেউ নেই। গত কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য। ৮১ বছর বয়সি নেতা কি আগামী চার বছর ধরে আমেরিকাকে পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম ? তা নিয়েও উঠছে প্রশ্ন।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক কর্মসূচিতে উপস্থিত হয়ে একজন মহিলার সঙ্গে গল্প করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর হাবেভাবে স্পষ্ট যে তিনি তাঁকে স্ত্রী বলে মনে করছেন। এমনকী তাঁকে চুম্বন করতেও উদ্যত হন তিনি। ওই অবস্থায় স্বামীকে সামাল দিতে সেখানে ছুটে আসতে দেখা যায় জিল বাইডেনকে। স্বামীর সামনে এসে তাঁকে কিছু বলেন জিল। স্ত্রীর কথা শোনার পর বাইডেন বুঝতে পারেন বড়সড় ভুল করতে চলেছিলেন তিনি। তাঁর স্ত্রী স্টেজ থেকে নেমে আসার পর নিরাপত্তারক্ষীরা মহিলাকে নিয়ে চলে যান। এবং বিব্রত হওয়ার হাত থেকে কোনওমতে রক্ষা পান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে লাস ভেগাসে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেই করোনা পরীক্ষা করা হলে, ৮১ বছরের মার্কিন প্রেসিডেন্টের রিপোর্ট পজেটিভ আসে। বাইডেনের যাবতীয় প্রচার কর্মসূচি বাতিল করে দেওয়া হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়ের জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি সম্পূর্ণ টিকাপ্রাপ্ত এবং বুস্টার ভ্যাকসিন নিয়েছেন। তাঁর মৃদু উপসর্গ দেখা দিয়েছে। বর্তমানে আইসোলেশনেই রয়েছেন।