Bangla24x7 Desk : বিধাননগরের মেম্বার ইন কাউন্সিলের নামে আপত্তিকর মন্তব্য , শুভেন্দুকে সমন বিধাননগর আদালতের। এই মামলায় আগামী ২১ জানুয়ারি আদালতে হাজিরা দিতে হবে রাজ্যের বিরোধী দলনেতাকে। তৃণমূল নেতা তথা বিধাননগরের মেম্বার ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তীর আনা মানহানির মামলায় শনিবার শুভেন্দু অধিকারীকে বিধাননগর আদালতের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিধাননগর আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
আগামী ২১ জানুয়ারি শুভেন্দুকে আদালতে সশরীরে হাজির হয়ে তাঁর মন্তব্যের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বিধাননগর আদালতের বিচারক। উল্লেখ্য, মামলাকারি দেবরাজ অভিযোগ করেন, বিনা প্রমাণে তাঁর নাম করে সংবাদমাধ্যম ও জনসভায় মিথ্যা তথ্য তুলে ধরছেন শুভেন্দু। অসাধু উদ্দেশে সমাজে তাঁকে হেয় করতে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই বিষয়ে দেবরাজ চক্রবর্তীর আইনজীবী শুভজিৎ সাহা বলেন, ” শুভেন্দু অধিকারী গত ২০ জুন এবং ৭ সেপ্টেম্বর দেবরাজ চক্রবর্তী এবং আরও কয়েকজনের নামে কুরুচিকর মন্তব্য করেছেন। সেই মন্তব্যের বিরুদ্ধে শুভেন্দুকে আইনি নোটিস পাঠানো হয়েছিল। তবে তার কোনও জবাব পাওয়া যায়নি।”