Bangla24x7 Desk : বিজেপি-আদানি তথা মোদি-আদানি ঘনিষ্ঠতাকে তীব্র কটাক্ষ করলেন শিব সেনার উদ্ধব ঠাকরে শিবিরের অন্যতম মুখ সঞ্জয় রাউত। তিনি মন্তব্য করলেন, কোটিপতি আদানি হলেন বিজেপির পবিত্র গরু। উল্লেখ্য , গতকাল ভ্যালেন্টাইনস ডে স্পেশাল বার্তা দিয়েছে মোদি সরকারের পশু কল্যাণ বোর্ড। এক বিবৃতিতে বলা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে-র দিন ভালবাসুন, আলিঙ্গন করুন, তবে গরুকে।
গত কয়েক দিন এই বিষয়েই বিতর্কে সরগরম সংসদ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বিষয়ে প্রধানমন্ত্রীর জবাবদিহি চাইলেও নিজের ভাষণে মুখ খোলেননি নরেন্দ্র মোদি। যদিও মোদি-আদানি ভাই ভাই স্লোগান উঠেছে সংসদে। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানি গ্রুপ তথা শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে উত্তাল গোটা দেশ। বিরোধীরা জালিয়াতি ও কারচুপির অভিযোগে যৌথ সংসদীয় কমিটির তদন্ত চেয়েছে অথবা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি করছে।
এদিকে গৌতম আদানি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তারপরেও শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর পতন রোখা যাচ্ছে না। এই অবস্থায় পশু কল্যাণ বোর্ডর ভ্যালেন্টাইনস ডে স্পেশাল পরামর্শের পর সঞ্জয় রাউত কটাক্ষ করলেন, “আদানি হল বিজেপির পবিত্র গরু। পবিত্র গরুকে বারবার জড়িয়ে ধরেছে তারা। ভালোবাসা দিবসে বাকি গরুদের আলিঙ্গন করতে বলা হচ্ছে আমাদের।” রাউত যোগ করেন, গোমাতার প্রতি ভালবাসা বোঝাতে আলাদা করে কোনও দিনের প্রয়োজন নেই।